একদিকে যখন আরজি কর-কাণ্ডে গোটা বাংলা উত্তাল তখন আচমকা সিবিআই-এর অফিসে হাজির হলেন তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh)। ইতিমধ্যে তিনি নিজাম প্যালেসে ঢুকেছেন। কিন্তু কী কারণে তিনি সিবিআই দফতরে হাজির হয়েছেন সে সম্পর্কে এখনও অবধি কিছু জানা যায়নি।
প্রশ্ন উঠছে, পুরনো কোনও মামলায় কি তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই? এই নিয়ে এবার সরাসরি নিজাম প্যালেসে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় মন্তব্য করলেন কুণাল ঘোষ। ইতিমধ্যে আরজি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, সন্দীপ ঘোষের বয়ানে নাকি খুশি নয় সিবিআই। যাইহোক, এখন নতুন করে শিরোনামে উঠে এসেছেন কুণাল ঘোষ।
তিনি বলেন,’আমি আমার ব্যক্তিগত কাজের জন্য এখানে এসেছি । কলকাতার বাইরে যাওয়ার আগে একটা নোটিফিকেশনের মাধ্যমে তথ্য দিতে হয়, সেই তথ্যের তালিকা নিয়ে এখানে এসেছি। এর পাশাপাশি কয়েকজন জুনিয়র ডাক্তার সিবিআইকে কিছু তথ্য দিতে চাইলেও তাদের কাছে তা দেওয়ার কোনও সুযোগ নেই, তাই তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের বক্তব্য ও কিছু তথ্য আমি সিবিআইকে দিতে এসেছি। যদি এই তথ্য সিবিআই-এর কাজে লাগে, তাহলে জুনিয়র ডাক্তাররা সহযোগিতা করতে প্রস্তুত।’
অর্থাৎ বেশ কিছু জুনিয়র চিকিৎসক সরাসরি না গিয়ে ভায়া কুণাল ঘোষ মারফত সিবিআইকে কিছু জানাতে চায়? সেই নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়া কুণাল ঘোষই বা কেন সিবিআই-এর কাছে হাজির হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
এদিকে আজ আবার বাংলার বহু জায়গায় আরজি কর-এর প্রতিবাদে রাস্তা দখলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ বিকেল থেকেই কলকাতা শহর সহ নানা জায়গায় শুরু হবে রাস্তা দখল কর্মসূচি।
#WATCH Kolkata, West Bengal: TMC leader Kunal Ghosh reaches CBI office.
He says, “I have come here for my personal work. I have to give information under a notification before going out of Kolkata, I have come here with the list of that information. Along with this, some… pic.twitter.com/TE3S5IBgtU
— ANI (@ANI) August 19, 2024