মলিনার এই প্ল্যানেই ধরাশায়ী হতে পারে AFC প্রতিপক্ষ

AFC চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ক্রীড়াসূচি ইতিমধ্যে প্রকাশিত। মোহনবাগান ‘এ’ গরুপে রয়েছে। এই গ্ৰুপের অন্যতম আলোচিত দল ট্র্যাক্টর…

Mohun Bagan Super Giant

AFC চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ক্রীড়াসূচি ইতিমধ্যে প্রকাশিত। মোহনবাগান ‘এ’ গরুপে রয়েছে। এই গ্ৰুপের অন্যতম আলোচিত দল ট্র্যাক্টর এফসি (Tractor FC)। ইরানের এই দলের বিরুদ্ধে সহজেই কাজে দিতে পারে হোসে মলিনার স্ট্র্যাটেজি।

   

কোয়ার্টার ফাইনালে খেলবেন আনোয়ার? থাকছে প্রশ্ন

কীভাবে কাজে দিতে পারে বাগান কোচের স্ট্র্যাটেজি?

ট্র্যাক্টর এফসি দলের বেশিরভাগ ফুটবলার স্থানীয়। ইরানের জাতীয় দলের একাধিক ফুটবলার দলে রয়েছেন। শারীরিক সক্ষমতার দিক থেকেও হয়তো মোহনবাগান সুপার জায়ান্টের থেকে কিছুটা এগিয়ে থাকবে তারা। ট্র্যাক্টর এফসি খেলার অনেক ফুটেজ ইন্টারনেটে রয়েছে।

দলটির ডিফেন্স লাইন যে বেশ শক্তপোক্ত সেটা বলার অপেক্ষা রাখে না। ডিফেন্ডারদের গোল করার ক্ষমতা রয়েছে। কিন্তু মাঝমাঠ ডিফেন্সের তুলনায় ততটা শক্তপোক্ত নয়। মোহনবাগান প্রতিপক্ষের এই দুর্বলতাকে কাজে লাগাতে পারে।

এক সময়কার ‘বেস্ট ফুটবলার’, সেই দেবদাস এখন কোথায়?

সবুজ মেরুন ব্রিগেডে একাধিক ভাল মিডফিল্ডার রয়েছেন। কোচ হোসে মলিনা নিজেও পাসিং ফুটবল খেলাতে পছন্দ করেন। মলিনার মগজাস্ত্রের সাহায্যে মোহনবাগান যদি মাঝমাঠ দখল করতে পারে তাহলে চাপে পড়তে পারে ট্র্যাক্টর এফসি।

মোহনবাগানের আক্রমণভাগে মূলত বিদেশি ফুটবলাররা থাকতে চলেছেন। মাঝমাঠে ভারতীয় ফুটবলারদের আধিক্য। ইরানের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে হোসে মলিনা তাঁর দলের মাঝমাঠ জমাট করতে পারলেও ধরাশায়ী করতে পারেন প্রতিপক্ষ দলকে।