মরশুমের প্রথম কলকাতা ডার্বি ম্য়াচ বাতিল হওয়ার পর, রবিবার শহর কলকাতা কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল নির্বিশেষে বাংলার ফুটবল সমর্থকরা কার্যত প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। তবে রবিবার রাতে তিনি বেশ কয়েকটি টুইট করেন এবং শহর কলকাতায় মহিলাদের সুরক্ষা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন।
শুভাশিস লিখেছেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজে যে ঘটনাটি ঘটেছে, তা এককথায় ভয়ঙ্কর। কিন্তু, শোনা যাচ্ছে যে আসল সত্যিটা গোপন করছে সংশ্লিষ্ট প্রশাসন। সাধারণ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে যা অত্যন্ত হতাশাজনক।’
আরজি করের ছায়া এসএসকেএমে, রোগী মৃত্যুতে চিকিত্সককে মার-ভাঙচুর
তিনি লিখেছেন, ‘একটা সমাজ হিসেবে আমরা বারংবার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছি। তবে এবার এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসে গিয়েছে। ওরা খেলা বাতিল করতে পারে, জমায়েত ভাঙতে পারে, প্রতিবাদের মুখও বন্ধ করতে পারে। কিন্তু, আমাদের সুবিচারের জন্য, সমাজের মহিলাদের জন্য লড়াই করে যেতেই হবে।’
Not everyday you’ll see, a footballer, with an active playing career, coming out on the streets to stand beside the supporters fighting an autocratic regime. It happens only in the Mecca of Indian Football.
A Captain is not born, he is forged into one. We give you Subhasish… pic.twitter.com/dVkPFX8FfU
— Mariners’ Base Camp – Ultras Mohun Bagan (@MbcOfficial) August 18, 2024
শেষকালে তিনি লিখেছেন, ‘এই লড়াইটা শুধুমাত্র মহিলাদের জন্যই নয়। বরং প্রত্যেক বাবা, ভাই, স্বামী, প্রেমিক এবং বন্ধুদের জন্য। এটা আমাদের প্রত্যেকের লড়াই। যে দেশকে আমরা ভালোবাসি, সেটা আরও সুরক্ষিত করতে আমরা দায়বদ্ধ।’
আন্দোলন-তদন্ত নিয়ে হতাশ মৃতার বাবা, তুললেন দ্বিচারিতার অভিযোগ
রবিবার ডুরান্ড কাপের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসি ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচেও এসে পড়তে শুরু করে আরজি কর কাণ্ডের আঁচ। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাতিল করে দেওয়া হয় ম্যাচ। তাতে অবশ্য ক্রোধ প্রশমিত করা যায়নি। বরং আরজি কর কাণ্ডের বিরুদ্ধে মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকরা একসঙ্গে বিক্ষোভ দেখাতে শুরু করে।