East Bengal: ‘ব্যর্থ’ কোচ স্টিফেনকে সরানোর প্রক্রিয়া শুরু ইস্টবেঙ্গলের

ভারতের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকায় অনেক আশা করে ইস্টবেঙ্গলের (East Bengal) টিম ম্যানেজমেন্ট কোচ করে নিয়ে এসেছিল স্টিফেন কনস্টানটাইনকে (Stephen Constantine)

Stephen Constantine

ভারতের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকায় অনেক আশা করে ইস্টবেঙ্গলের (East Bengal) টিম ম্যানেজমেন্ট কোচ করে নিয়ে এসেছিল স্টিফেন কনস্টানটাইনকে (Stephen Constantine)। কিন্তু সময় পরিবর্তন হলেও স্টিফেন তার মান্ধাতার আমলে লং বল স্ট্রাটেজিতে কোনও বদল আনেনি এখনও। ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট এই পোড়খাওয়া কোচের হাতে পড়া দলকে একটা ভালো জায়গায় দেখার আশা রাখলেও সেটা শেষ অবধি পূরণ হয়নি।

কনস্টানটাইন যে সকল ফুটবলারদের বাছাই করে নিয়ে এসেছিলেন তাদের কেউই ভালো ফুটবল খেলতে পারেনি।প্রথমে বলা যাক এলিয়ান্দ্রোর কথা।এই বিদেশি ফুটবলার কে বাছাই করে নিয়ে এসেছিলো কনস্টানটাইন, কিন্তু এই ব্রাজিলের ফুটবলার হতাশ করেছিলেন কার্যত। এছাড়া তার পছন্দের বাকি বিদেশিদের পারফরম্যান্স কেমন সেটা সবাই দেখেছে। দলের আরেক বিদেশি জর্ডান ও বিদায়ের দোরগোড়ায় দাড়িয়ে আছে।

   

কনস্টানটাইনের কোচিংয়ে ২২ টা ম‍্যাচ খেলেছে ইস্টবেঙ্গল ।ছয়টা জিতেছে।তিনটে ড্র করেছে। এবং বাদবাকি সব ম‍্যাচ হেরে বসেছে। এমন পারফরম্যান্সের পর ইস্টবেঙ্গলের সমর্থকরা দাবী করেছে সরানো হোক স্টিফেন কনস্টানটাইনকে। তাদের দাবী ইতিমধ্যে ইনভেস্টল ইমামির কাছে পৌঁছে দিয়েছে লাল-হলুদ কর্মকর্তারা। ক্লাব কর্তারা চাইছে স্টিফেন সরুক। আবার ইমামি চাইছে স্টিফেনকে দেখে নিতে অন্তত সুপার কাপ অবধি।