Cleiton Silva: কত গোলে ডার্বি জিতবে ইস্টবেঙ্গল? জানিয়ে দিলেন ক্লেটন

আগের ফুটবল সিজেনে ইস্টবেঙ্গলের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স করেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)।

Cleiton Silva
আগের ফুটবল সিজেনে ইস্টবেঙ্গলের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স করেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)। আগে ভারতে এসে বেঙ্গালুরু এফসি দলে খুব একটা সাফল্য না পেলেও গত মরশুম থেকে লাল-হলুদ ব্রিগেডের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
 
দেশিয় তরুণ ফুটবলার নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে জুঁটি বেধে একের পর এক ম্যাচ থেকে সাফল্য এনে দিয়েছেন এই ক্লেটন। একাধিক ম্যাচে গোল এসেছিল তার পা থেকে। যার দরুন, একটা সময় হিরো আইএসএলে মোট ১২ টি গোল করে সোনার বুটের অন্যতম দাবিদার হিসেবে ও উঠে এসেছিলেন এই ব্রাজিলিয়ান। তবে শেষ পর্যন্ত ওডিশা এফসির মরিসিওর হাতেই ওঠে সেই খেতাব। অন্যদিকে ভালো পারফরম্যান্সের সুবাদে আরও এক বছরের জন্য তার সাথে চুক্তি বাড়ায় ইমামি ম্যানেজমেন্ট।
 
তাই এবারের এই নতুন মরশুমে ও লাল-হলুদ জার্সিতে প্রতিপক্ষের রক্ষনভাগে ফাঁটল ধরাতে দেখা যাবে এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে। কিন্তু কবে আসবেন তিনি? তারই উত্তর খুঁজে বেড়াচ্ছিল সমর্থকরা। অবশেষে সমস্ত জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে আজ সকাল ৮টা বেজে ১৫ মিনিট নাগাদ তিলোত্তমার বুকে পা রাখেন ক্লেটন সিলভা।
 
তারপর ঠিক এক ঘন্টা পর অর্থাৎ ৯টা ১৫ নাগাদ বিমানবন্দর থেকে সপরিবারে বেরিয়ে আসেন এই ব্রাজিলিয়ান। তারপর সেই পুরোনো রীতি বজায় রেখেই তাকে বরন করে নেন দলের সমর্থকরা। লাল-হলুদ উত্তরীয়র পাশাপাশি ফুলের স্তবক দিয়ে এই তারকা ফুটবলারকে স্বাগত জানায় সমর্থকরা।
 
এরপর সমর্থকদের সেলফির আবদার মিটিয়ে “জয় ইস্টবেঙ্গল”বলে গাড়ির দিকে এগোন এই ব্রাজিলিয়ান ফুটবলার। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ক্লেটন। আজকের ডার্বির বিষয়ে প্রশ্ন করা হলে যথেষ্ট আশাবাদী থাকেন তিনি। তার কথায় আজ দুই গোলের ব্যবধানে ডার্বি জিতবে ইস্টবেঙ্গল। তবে শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার।