ATK Mohun Bagan: হায়দরাবাদ ম্যাচে দলে ফিরছেন বাগানের ভরসাযোগ্য তারকা

আইএসএলের শুরু থেকেই সবুজ-মেরুন শিবিরে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু কিছুদিন আগেই পারিবারিক কারনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন এই অজি তারকা। এবার সেই পারিবারিক সমস্যা মিটিয়ে সটান হায়দরাবাদের হোটেল চলে এসেছেন

10673
Brendan Hamill
Advertisements

বহু অপেক্ষার পর তিরির বিকল্প খুঁজে পেয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan )। গত বছরের জুন মাসে অস্ট্রেলিয়ান লিগের রানার্স ক্লাব মেলবোর্ন ভিকট্রির অন্যতম সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলকে (Brendan Michael Hamill) সই করিয়ে ছিল হুয়ান ফেরেন্দোর দল।

সেইমতো আইএসএলের শুরু থেকেই সবুজ-মেরুন শিবিরে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু কিছুদিন আগেই পারিবারিক কারনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন এই অজি তারকা। এবার সেই পারিবারিক সমস্যা মিটিয়ে সটান হায়দরাবাদের হোটেল চলে এসেছেন ব্রেন্ডন হ্যামিল। জানা গিয়েছে, সেখানেই হায়দরাবাদ (Hyderabad FC) ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি।

Advertisements

আরও পড়ুন: Bartholomew Ogbeche: মোহনবাগান ম্যাচে অনিশ্চিত হায়দরাবাদের এই গোল মেকার

Advertisements

উল্লেখ্য, নিজের কিছু সমস্যা দেখা দেওয়ায় গত ওডিশা ম্যাচে খেলতে পারেননি হ্যামিল। তবে এবার তার ফিরে আসার কথা ম্যানেজমেন্টের কানে আসতেই, যেন আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছে প্রীতম দের। সবকিছু ঠিকঠাক থাকলে নিজামের শহরেই প্রীতম কোটালের সঙ্গে সবুজ-মেরুনের রক্ষন সামলাবেন ব্রান্ডন হ্যামিল। যারফলে হাজারো চিন্তার মধ্যে ও কিছুটা হলেও যেন চিন্তা কমে গেল হুয়ান ফেরেন্দোর।

আরও পড়ুন: ATK Mohun Bagan: মোহনবাগানের পারফর্মেন্স নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য ক্লাব সচিবের

অন্যদিকে, হায়দ্রাবাদ এফসির অন্যতম গোল মেকার ওগবেচের চোট গুরুতর থাকায় প্রথম সেমিতে প্রায় অনিশ্চিত তিনি। যারফলে ওগবেচে পরিকল্পনার বাইরে রেখেই নতুনভাবে বাগান বধের পরিকল্পনা করছেন হায়দ্রাবাদ কোচ। আসলে প্রথম সেমিফাইনাল ঘরের মাঠে আয়োজিত হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়তে চাইছেন তিনি। তবে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট সূত্র খবর, ওগবেচের চোট গুরুতর হলেও প্রয়োজন মতো ম্যাচের শেষের দিকে খেলানোর পরিকল্পনা রাখা হচ্ছে।

আরও পড়ুন: ATK Mohun Bagan: ঘোষিত হয়েছে সুপার কাপের সূচি, সহজ গ্রুপেই সবুজ-মেরুন

বলাবাহুল্য, লিগের শেষ ম্যাচে ৮০ মিনিটের মাথায় খেলতে নেমে ৮৩ মিনিটের মাথায় গোল করে দলকে জিতিয়ে ছিলেন এই বিদেশী তারকা। তাই এক্ষেত্রেও সেরকম পরিকল্পনা রাখা হচ্ছে তার তরফে। অন্যদিকে আবার আশিক কুরানিয়ান চোট থাকায় চিন্তা যেন কিছুতেই কাটছে না বাগানের হেডস্যারের।

Advertisements