East Bengal: লাল-হলুদ জার্সিতে নজর কাড়ছে তরুণ এক ডিফেন্ডার

ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলে ভারতের জাতীয় দলে উঠে এসেছেন একাধিক ফুটবলার। সম্প্রতিতম উদাহরণ নাওরেম মহেশ সিং। ইস্টবেঙ্গলে খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আগামী দিনে…

Rising Star Adil Amal Shines in East Bengal

ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলে ভারতের জাতীয় দলে উঠে এসেছেন একাধিক ফুটবলার। সম্প্রতিতম উদাহরণ নাওরেম মহেশ সিং। ইস্টবেঙ্গলে খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আগামী দিনে লাল হলুদ শিবির থেকে উঠে আসতে পারেন আরও একাধিক প্রতিভাবান খেলোয়াড়। সম্প্রতি যুব লিগে ভালো খেলে নজরে পড়েছেন আদিল অমল।

চলতি আরএফডিএল-এ আদিল অমল যখনই মাঠে নেমেছেন নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। আদিল একজন ডিফেন্ডার। ডিফেন্সে তাঁর উপস্থিতি কিংবা উনুপস্থিতি কতটা প্রভাব ফেলতে পারে সেটা স্পষ্ট। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল যে ম্যাচে ৫ গোল হজম করেছিল, সেই ম্যাচে আদিল অমল মাঠে ছিলেন না।

   

পরিসংখ্যান অনুযায়ী, আদিল অমলের অনুপস্থিতিতে যুব প্রতিযোগিতায় নড়বড়ে দেখিয়েছে লাল হলুদ ব্রিগেডের ডিফেন্স। দুটো ম্যাচে খেলতে পারেননি আদিল অমল। দুই ম্যাচ মিলিয়ে মোট ৮ গোল হজম করেছে ইস্টবেঙ্গলের যুব দল। আর যে ম্যাচগুলোতে তিনি খেলেছেন সেই ম্যাচে মশাল বাহিনীর দুর্গে প্রতিপক্ষ দল কার্যত লক্ষ্যভেদ করতেই পারেনি। আদিলের উপস্থিতিতে সাত ম্যাচে মাত্র দু’টি গোল খেয়েছে ইস্টবেঙ্গল।

আদিল অমল কেরালার ফুটবলার। তাঁর বয়স এখন ২২। বিনো জর্জ ইস্টবেঙ্গল ক্লাবের যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ ভারত থেকে একাধিক ফুটবলার এসেছেন লাল হলুদ শিবিরে। তাঁদের মধ্যে একজন এই আদিল। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আগামী দিনের সম্পদ হওয়ার মতো রসদ রয়েছে ছেলেটির মধ্যে।