Arvind Kejriwal:কেজরীওয়ালকে নিয়ে বড় রায় দিল্লি হাইকোর্টের, মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাটানি

জেলের ভিতর থেকে কি রাজ্য চালাতে পারবেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? এই দোটানার অবশেষে সমাধান হলো বৃহস্পতিবার দুপুরে। দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে…

arvind kejriwal

জেলের ভিতর থেকে কি রাজ্য চালাতে পারবেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? এই দোটানার অবশেষে সমাধান হলো বৃহস্পতিবার দুপুরে। দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরীবালকে অপসারণের কোনও প্রশ্ন নেই। তিনি চাইলে জেল থেকেই রাজ্য চালাতে পারবেন।

প্রসঙ্গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে। দিল্লি আদালত তাঁকে ছয় দিনের ইডি হেফাজতের আদেশ দেয়। আর সেই সময়ই তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের জন্য জনস্বার্থ মামলা দায়ের হয়। আজ সেই মাললার রায় দিল দিল্লি আদালত। সেই আর্জি খারিজ করে দিল আদালত।

হাইকোর্টের তরফে বলা হয়,”মুখ্যমন্ত্রীর অপসারণে আমাদের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। এই বিষয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে বলে।”আজ বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে কোর্টে পেশ করা হবে। আজ আদালত কী রায় দেয় সেই দিকে তাকিয়ে আছে রাজ্য-রাজনীতি।