Bartholomew Ogbeche: মোহনবাগান ম্যাচে অনিশ্চিত হায়দরাবাদের এই গোল মেকার

হায়দরাবাদ ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, আইএসএলের সেই প্রথমদিক থেকেই একটা জোড়াল চোট ছিল ওগবেচের বর্তমানে সেটাই প্রচন্ড ভোগাচ্ছে তাঁকে। যারফলে, এবারের সেমিফাইনালের প্রথম লেগে কার্যত অনিশ্চিত এই গোল মেকার ম্যান।

4639
Bartholomew Ogbeche

আগামী ৯ মার্চ আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামছে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি। যেদিকে তাকিয়ে আপামর ফুটবলপ্রেমী মানুষ। একদিকে যখন ওডিশা ম্যাচে দুই ভরসাযোগ্য ফুটবলারের চোট লাগায় আসন্ন সেমিফাইনালের প্রথম একাদশ সাজাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। অন্যদিকে ঠিক তেমন ভাবেই নিজেদের আক্রমণভাগ সাজাতে গিয়ে কালঘাম ছুটছে হায়দরাবাদের কোচ মানোলো মারর্কোজের। দলের অন্যতম গোল মেকার ওগবেচের (Bartholomew Ogbeche) চোট প্রবল চিন্তায় ফেলেছে তাঁকে।

হায়দরাবাদ ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, আইএসএলের সেই প্রথমদিক থেকেই একটা জোড়াল চোট ছিল ওগবেচের বর্তমানে সেটাই প্রচন্ড ভোগাচ্ছে তাঁকে। যারফলে, এবারের সেমিফাইনালের প্রথম লেগে কার্যত অনিশ্চিত এই গোল মেকার ম্যান। যদিও এই নিয়ে কোনও চূড়ান্ত ইঙ্গিত মেলেনি দলের তরফ থেকে। শোনা যাচ্ছে, প্রয়োজন পড়লে ম্যাচের শেষলগ্নে ওগবেচেকে একবার মাঠে নামানোর চেষ্টা করা হবে।

এবারের সেমিফাইনালের প্রথম লেগ নিজামের শহরেই খেলবে এই দুটি দল। তাই প্রথম লেগে ঘরের মাঠে খেলার বাড়তি অ্যাডভান্টেজ কে কাজে লাগাতে চাইছে মানোলো ব্রিগেড। তবে দলের অন্যতম ভরসার মুখ ওগবেচের চোট থাকায় চিন্তা থেকেই যাচ্ছে গতবারের বিজয়ীদের।অপরদিকে প্রথম লেগ থেকেই যথেষ্ট সাবধানী থাকতে চান সবুজ-মেরুনের হেডস্যার। গত কয়েকবছর ট্রফির কাছাকাছি গিয়ে ও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে প্রীতমদের। তাই এবার বাড়তি ঝুঁকি নিতে নারাজ সকলেই।

উল্লেখ্য, এবারের আইএসএলের সাধারন ম্যাচে ৮০ মিনিটের মাথায় খেলতে নেমেছিলেন ওগবেচে। তবে ৮৩ মিনিটের মাথায় তার করা গোলেই জয় পেয়েছিল হায়দরাবাদ। তবে এবারের প্রথম লেগে ওগবেচে অনুপস্থিত থাকলে, সেই অ্যাডভান্টেজ কতটা কাজে লাগাতে পারবে এটিকে মোহনবাগান এখন সেটাই দেখার।