East Bengal: প্রতিপক্ষের ঘর ভেঙে নিজেদের দল গোছাতে মরিয়া ইস্টবেঙ্গল

চলতি বছরের আইএসএলে ৯ নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে মশাল ব্রিগেড। তবে এবছরের সমস্ত কিছু ভুলে আগামী বছরের জন্য এখন থেকেই দল গোছাতে মরিয়া সকলে।

11168
East Bengal
Advertisements

বিগত কয়েক বছর ধরে আইএসএলে আশানুরূপ ফল পাচ্ছে না লাল-হলুদ (East Bengal) শিবির। রবি ফাউলার থেকে শুরু করে মানালো দিয়াজ থেকে এখনকার স্টিফেন কনস্ট্যানটাইন, একে একে ডাহা ফেল সকলেই। প্রত্যেক বছর নতুন কোচের পাশাপাশি নতুন বিদেশীদের উপর ভরসা করে দল সাজালে ও মরশুম শেষে মুখ পড়েছে ক্লাব কর্তাদের। প্রবল হতাশা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। যারফলে মাঠে যাওয়া থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে গতকাল ক্লাবের দুই ডিরেক্টর আদিত্য আগরওয়াল ও মনীশ গোয়েঙ্কার কাছে খেলোয়াড় সম্পর্কিত একটি বিশেষ চিটি পাঠায় ক্লাব।

যেখানে ক্লাব সদস্যদের পাশাপাশি ক্লাবের প্রাক্তন ফুটবলারদের পছন্দের একঝাঁক ফুটবলারদের তালিকা পাঠানো হয়। যারমধ্যে দেশীয় ফুটবলার হিসেবে নাম রয়েছে লালরিনজুয়ালা ছাংতে, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, রহিম আলি, শমীক মিত্র, অমরিন্দর সিং ও ঋত্বিক দাস সহ ব্রেন্ডন ফার্নান্দেসের মতো ফুটবলারদের নাম। তবে এই সমস্ত ফুটবলারদের কে দলে পেতে বেশ কিছু সমস্যায় পড়তে পারে লাল-হলুদ শিবির।

Advertisements

জানা গিয়েছে, দিনকয়েক আগেই ঋত্বিক দাসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে জামশেদপুর এফসি। পাশাপাশি দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে ছাংতে সহ ব্রেন্ডনের মতো খেলোয়াড়দের। এক্ষেত্রে ক্লাব সদস্যদের বক্তব্য, নির্ধারিত ট্রান্সফার ফি দিলেই চুক্তি ভেঙে খেলোয়াড় সই করাতে পারবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

Advertisements

চলতি বছরের আইএসএলে ৯ নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে মশাল ব্রিগেড। তবে এবছরের সমস্ত কিছু ভুলে আগামী বছরের জন্য এখন থেকেই দল গোছাতে মরিয়া সকলে।

Advertisements