ATK Mohun Bagan: মোহনবাগানের পারফর্মেন্স নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য ক্লাব সচিবের

হুগো বুমোস ও পেত্রাতোসের দাপটে গতকাল ঘরের মাঠে সহজ জয় তুলে নিয়েছে সবুজ-মেরুন শিবির (ATK Mohun Bagan)। যা দেখে খুশি সমর্থকরা।

Debasish Dutta

হুগো বুমোস ও পেত্রাতোসের দাপটে গতকাল ঘরের মাঠে সহজ জয় তুলে নিয়েছে সবুজ-মেরুন শিবির (ATK Mohun Bagan)। যা দেখে খুশি সমর্থকরা। তবে দলের গোলকিপার বিশাল কাইথকে ঘিরে কিছুটা চিন্তা থেকে গিয়েছে এটিকে ম্যানেজমেন্টের অন্দরে। তবে এত কিছুর মাঝে ও দলের সেমিফাইনালে ওঠার আনন্দ কিছুতেই চেপে রাখতে পারলেন না মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত (Club secretary Debasish Dutta)। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের এই অনবদ্য জয়ের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

আরও পড়ুন: ATK Mohun Bagan: মোহনবাগানের পারফর্মেন্স নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য ক্লাব সচিবের

   

এবারের সন্তোষ ট্রফিতে বাংলার ফুটবল দলের লজ্জাজনক হারের পর গতকাল মোহনবাগানের এই জয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলার ফুটবলের পতাকা বহুদিন ধরেই বাংলার দুই প্রধান বহন করে আসছে। সেইসঙ্গে নাম না করে লাল-হলুদের শোচনীয় অবস্থার কথা উল্লেখ করেন। আরও বলেন, এবারের সন্তোষ ট্রফিতে বাংলার এত খারাপ ফলাফলের পর মোহনবাগান যেভাবে নিজেদের কে মেলে ধরেছে, আমার আশা আমাদের ছেলেরা গোয়ায় ফাইনাল খেলবে। ট্রফি ও জিতবে।

আরও পড়ুন: Vishal Kaith: খেলা চলাকালীন জ্ঞান হারিয়েছিলেন মাঠে, কেমন আছেন বিশাল?

সেই সাথে ফের বাংলা দলের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি জানান, এটা বাংলার না পাওয়ার বছর। সেইখানে দাঁড়িয়ে মোহনবাগান একমাত্র মাথা তুলে দাঁড়িয়ে আছে। তাই আপনারা শাস্তির কথা ভুলে গিয়ে দলকে সমর্থনের পথে আসুন। তবে এটিকে প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্লাব সচিব জানান, যেটা হওয়ার সেটা ঠিক সময়মতো হবে। বর্তমানে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিকেই নজর রাখা জরুরি।

আরও পড়ুন: 

গতকালের এই জয়ের পর এবার সেমিফাইনাল কে পাখির চোখ করছেন বাগানের হেডস্যার হুয়ান ফেরেন্দো। সব রকম শক্তি কাজে লাগিয়ে আগামী ৯ তারিখ হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। শেষ হাসি কে হাসে, এখন সেটাই দেখার।