ATK Mohun Bagan: প্রাক্তন ইস্টবেঙ্গল গোলকিপার যোগ দিলেন মোহনবাগানে

২০০৯ সালে ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal) ফেডারেশন কাপ জিততে সাহায্য করেছিল এই ফুটবলার৷ এবার সেই লাল-হলুদ জার্সি পরা গোলকিপার যোগ দিলেন ইস্টবেঙ্গলের ‘চিরপ্রতিদ্বন্ধী’ এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan)৷

Keeper Abhra Mondal

২০০৯ সালে ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal) ফেডারেশন কাপ জিততে সাহায্য করেছিল এই ফুটবলার৷ এবার সেই লাল-হলুদ জার্সি পরা গোলকিপার যোগ দিলেন ইস্টবেঙ্গলের ‘চিরপ্রতিদ্বন্ধী’ এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan)৷

সুত্রের খবর, ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অভ্র মণ্ডল যোগ দিলেন মোহনবাগানে৷ তবে, ফুটবলার হিসেবে নয়, তিনি মোহনবাগানের রিজার্ভ দলের গোলরক্ষক কোচ হিসাবে যোগ দিচ্ছেন৷ বুধবার গভীর রাতে এই খবর পাওয়া গিয়েছে৷

   

ইস্টবেঙ্গলের এই প্রাক্তন তারকা ফুটবলার গ্রীষ্মকালীন দলবদলের মরসুমে টি এম সি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিয়েছিলেন৷ এবারই কলকাতা লিগের প্রথম ডিভিশনে অভিষেক হয় এই নয়া ফুটবল ক্লাবের। কৃষ্ণেন্দু রায়ের অধীনে প্রস্তুতি শুরু করেছিল DHFC। পাশাপাশি দলের গোলকিপার কোচ হিসেবে ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অভ্র মণ্ডলও যোগ দিয়েছিলেন৷ এবার তিনি মোহনবাগানের রিজার্ভ দলের গোলরক্ষক কোচ হিসাবে যোগ দিচ্ছেন৷

অভ্র মন্ডল হলেন একজন ভারতীয় ফুটবলার যিনি আই লিগে পুনে এফসি-এর হয়ে খেলেন। তিনি গোলরক্ষক হিসেবে খেলেন। অভ্র মন্ডল পেনাল্টি শুট-আউটে তিনটি অসাধারণ সেভ করার পর ২০০৯ সালে ইস্টবেঙ্গল এফসিকে ফেডারেশন কাপ জিততে সাহায্য করেছিল। অভ্র ২০০৫ সালে ইস্টবেঙ্গল এফসি-তে চুক্তিবদ্ধ হন এবং তখন থেকেই তাঁকে বেশিরভাগ ফেডারেশন কাপ ম্যাচে ব্যবহার করা হয়েছে।

২৪ নভেম্বর ২০১১-এ মন্ডলকে ইস্টবেঙ্গল আনুষ্ঠানিকভাবে সহযোগী আই-লিগ ক্লাব পুনে এফসি-তে লোনে দেয় ২০১১-১২ আই-লিগ মরসুমের জন্য। এরপর তিনি আই-লিগে এয়ার ইন্ডিয়া এফসির বিরুদ্ধে পুনের হয়ে অভিষেক করেন এবং পুনেকে ২-০ ব্যবধানে জয়ে সাহায্য করেন। ১১ জুলাই ২০১২ তারিখে অভ্র মন্ডল ক্লাবের সাথে একটি সম্পূর্ণ চুক্তি স্বাক্ষর করেন।