HomeKolkata CitySSC Scam: সোমার মাধ্যমেই টাকা পৌঁছানোর গোপন ডেরা খুঁজতে অভিযানে নামল ইডি

SSC Scam: সোমার মাধ্যমেই টাকা পৌঁছানোর গোপন ডেরা খুঁজতে অভিযানে নামল ইডি

ইডি সূত্রে খবর, এখনও অবধি সোমার চার থেকে পাঁচটি অ্যাকাউন্ট পাওয়া গেছে। দুর্নীতির টাকা সোমার মাধ্যমেই প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত বলে জানা গেছে। ইডি সূত্রে খবর, সোমার ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত আরও তথ্য দিতে বলা হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) আর এক রহস্যময়ী সোমা চক্রবর্তী। সোমার সঙ্গে কুন্তলের বারবার মোটা টাকার লেনদেনের হদিশ পেয়েই তাঁকে ডেকে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা ইডি। ইডির তরফে দাবি করেয়া হয়েছে, সোমার মাধ্যমেই টাকা পৌঁছে যেত অন্যান্যদের কাছে। তাই ঋণের তত্ত্ব মানতে নারাজ তদন্তকারী সংস্থা।

   

ইডি সূত্রে খবর, এখনও অবধি সোমার চার থেকে পাঁচটি অ্যাকাউন্ট পাওয়া গেছে। দুর্নীতির টাকা সোমার মাধ্যমেই প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত বলে জানা গেছে। ইডি সূত্রে খবর, সোমার ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত আরও তথ্য দিতে বলা হয়েছে।

ইডির তরফে দাবি করা হচ্ছে কুন্তলের কাছে ৬.৫ কোটি টাকা এসেছে। সেখান থেকেই সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে চলে গেছে। ২০২০ সালের পর থেকেই সোমার অ্যাকাউন্টে টাকা এসেছে।

ইডি সূত্রে খবর, সোমা চক্রবর্তী একা নয়, এমন আরও বেশ কয়েকজনের অ্যাকাউন্ট খতিয়ে দেখেছে ইডি, যাঁদের অ্যাকাউন্টে টাকা গেছে কুন্তলের থেকে। যা ভাবাচ্ছে তদন্তকারীদের।

ইডি সূত্রে খবর, এই সোমার সঙ্গেই কুন্তলের লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে কুন্তলের। কখনও আবার ৫০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। পাশাপাশি ইডি দাবি করেছেন, ওই মহিলাকে গাড়ি ফ্ল্যাট দিয়েছেন কুন্তল। এবিষয়ে অবশ্য কুন্তলের বক্তব্য, আমার নিজের ফ্ল্যাট নেই। কি করে অন্যদের ফ্ল্যাট কিনে দেব?

Latest News