Big News: আরও এক সহকারি কোচ ক্লাবের দায়িত্ব ছাড়লেন

গত ২০১৬ সালে সহকারী কোচ হিসেবে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) দায়িত্ব নিয়েছিলেন সৈয়দ সাবির পাশা (Syed Sabir Pasha)।

Syed Sabir Pasha

গত ২০১৬ সালে সহকারী কোচ হিসেবে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) দায়িত্ব নিয়েছিলেন সৈয়দ সাবির পাশা (Syed Sabir Pasha)। এরপর থেকে একের পর এক মরশুমে চেন্নাইয়িন এফসির সঙ্গে ওতপ্রোত ভাবে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন তিনি। এমনকি গত মরশুমে দলের প্রধান কোচ থমাস ব্রডরিকের অবর্তমানে দলের সমস্ত ফুটবলারদের অনুশীলনের পাশাপাশি অন্তর্বর্তী বিভিন্ন টুর্নামেন্ট গুলিতে অংশগ্রহণের ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছিলেন সাবির। বলাবাহুল্য, গত ২০১৭ -১৮ মরশুমে দলের শিরোপা লাভের ক্ষেত্রে ও বিরাট ভূমিকা পালন করে ছিলেন তিনি।

তবে এবার দায়িত্ব ছাড়ার পর পাশা বলেন, চেন্নাইয়িনে সাথে আমার আটটি বছর অত্যন্ত স্মরনীয় হয়ে থাকবে। সেইসঙ্গে এতোগুলো বছর আমার উপর বিশ্বাস রেখে আমাকে কাজ করার অনুমতি প্রদান করার জন্য ম্যানেজমেন্ট কে আমার কৃতজ্ঞতা জানাই। তাদের সকলের সহযোগিতায় ক্লাবের ভালো-খারাপ উভয় সময়ের সাক্ষী থাকতে সক্ষম হয়েছি। এছাড়াও তিনি আরো বলেন, সমর্থকদের কাছে অনুরোধ এভাবেই যেন তারা সকলে দলকে সমর্থন করতে থাকে।

বলাবাহুল্য, শুধু কোচ হিসেবেই নয়, খেলোয়াড় হিসেবে ও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। গত ১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইন্ডিয়ান ব্যাঙ্কের হয়ে জাতীয় লিগ খেলেন পাশা। পরবর্তীতে সেই দলের হয়েই জেতেন এই দ্বিতীয় ডিভিশন লিগ। এমনকি নিজের স্টেটের হয়ে ও সন্তোষ ট্রফিতে অভাবনীয় প্রদর্শন করেন তিনি। যার জন্য একাধিক সেরা খেলোয়াড় হিসেবে উঠে আসে পাশার নাম। তবে এবার নতুন করে নিজের যাত্রা শুরু করতে চান চেন্নাইয়িনের এই প্রাক্তনী।