Fardin Ali Mollah: লম্বা রেসের ঘোড়া ফারদিন আলি মোল্লা

গত বুধবার মরণবাঁচন ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে ATK মোহনবাগান (ATK Mohun Bagan)। ১৮ মিনিটে লেনি রড্রিগেজ, ২৮ মিনিটে কিয়ান নাসিরির গোলে…

Fardin Ali Mollah

গত বুধবার মরণবাঁচন ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে ATK মোহনবাগান (ATK Mohun Bagan)। ১৮ মিনিটে লেনি রড্রিগেজ, ২৮ মিনিটে কিয়ান নাসিরির গোলে মহার্ঘ্য তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে বাগান। তবে এই জয় পেলেও নক আউট স্টেজে ATK মোহনবাগানের যাওয়া অনিশ্চিত।

গতকালের ম্যাচে সবুজ মেরুন শিবির বড় ব্যবধানে জিততেই পারতো। গোলের সুযোগ পেয়েও ভাগ্য সঙ্গে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত না করার জন্য বড় ব্যবধানে জয় আসেনি গঙ্গা পাড়ের ক্লাবে। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাওয়া বাঙালি স্ট্রাইকার ফারদিন আলি মোল্লা ছিলেন নিজের ছন্দে। প্রথম একাদশে জায়গা পেয়েই ফারদিন নিজের জাত চেনাতে সময় নষ্ট করেনি।

ফুটবল ভাগ্য সহায় হলে কিশোর ভারতী স্টেডিয়ামে ফারদিনের নাম স্কোরার হিসেবে লেখা হতো। কিন্তু ৫ এবং ১৫ মিনিটে দুবার অফসাইডের জালে জড়িয়ে পড়ার কারণে দুটো গোল বাতিল হয়। অবশ্য নিজে গোল না পেলেও বাঙালি এই স্ট্রাইকার বুদ্ধি খাটিয়ে যেভাবে গোলের পাস বাড়িয়ে দেয় ১৮ মিনিটে লেনি রড্রিগেজকে লক্ষ্য করে আর ২৮ মিনিটে বাগানের দ্বিতীয় গোলের নেপথ্যে যেভাবে ফারদিন নেভির ডিপ ডিফেন্সে বল এগিয়ে দেয় জামশিদ পুত্র নাসিরিকে লক্ষ্য করে তা এককথায়, “নাজুক”।  ম্যাচের ৫০ এবং ৫২ মিনিটে বাগান খেলোয়াড় রিকি সাবং’র শট, এর ঠিক দুই মিনিটের মাথায় ফারদিনের শট ক্রস বারে গিয়ে আঘাত মারে।

ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে হুয়ান ফেরান্দো ব্রিগেডে আগামী দিনে “সম্পদ” হয়ে ওঠার যাবতীয় রসদ মজুত আছে ফারদিন আলি মোল্লার ভিতরে।শুধু একটু ঘষা মাজা,শৃঙ্খলা, মনো সংযোগ আর হুঠ করে পাওয়া লাইমলাইটে গা ভাসিয়ে না দিলে বাঙালি স্ট্রাইকার ফারদিন শুধু ATK মোহনবাগান নয় “মেন ইন ব্লু” শিবিরের কাছেও বড় সম্পদ হয়ে উঠতেই পারে।

যেভাবে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে দু’গোলের পিছনে ফারদিনের ফুটবল সেন্সর ছটা (অ্যাসিস্ট) ধরা পড়েছে এবং সঠিক সময়ে বল বাড়িয়ে দেওয়ার টাইম সেন্স ফুটে উঠেছে তাতে ফারদিন আলি মোল্লা “লম্বা রেসের ঘোড়া” তাতে কোনও সন্দেহ নেই। “শেষ বাঙালি স্ট্রাইকার” দীপেন্দু বিশ্বাস এই কথাটা শুনতে আপামোর বাঙালির লজ্জাতে মাথা হেট হতে হতে ফারদিনের উত্থান নিঃসন্দেহে বাংলা এবং বাঙালির ফুটবল নিয়ে আবেগের ফল্গুধারার স্রোতে শক্তি জোগাবে। তাইতো সবুজ মেরুন জনতার কাছে এমন পারফরর্মেন্সের পর নয়নের মনি হয়ে উঠেছে স্ট্রাইকার ফারদিন আলি মোল্লা।