ভয়ঙ্কর কাটবে ২০২৪, কী বলছে বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী

নিজস্ব সংবাদদাতা: বছরের পর বছরের একের পর এক ভবিষ্যতবাণী মিলে যাচ্ছে তাঁর৷ অথচ তিনি কিন্তু বর্তমানে বেঁচে নেই আর৷ আজ থেকে ২৭ বছর অর্থাৎ ১৯৯৬…

নিজস্ব সংবাদদাতা: বছরের পর বছরের একের পর এক ভবিষ্যতবাণী মিলে যাচ্ছে তাঁর৷ অথচ তিনি কিন্তু বর্তমানে বেঁচে নেই আর৷ আজ থেকে ২৭ বছর অর্থাৎ ১৯৯৬ সালে তিনি মারা গিয়েছেন৷ সেই সময় আগামিদিনে কী কী হতে পারে, সেই সব নিজর মুখে বলে গিয়েছিলেন তিনি৷ তাঁর করে এই ভবিষ্যতবাণীগুলি বছরের পর বছর মিলে যাচ্ছে৷ এমনটাই দাবি একাধিক মহলের৷

তবে কে এই ব্যক্তি? ইনি হলেন বাবা ভাঙা৷ তিনি ছিলেন বুলগেরিয়ার রহস্যময় ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তি৷ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি৷ জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বুলগেরিয়ার কুজহু পার্বত্য অঞ্চলের রুপিটি নামক স্থানে৷ ১৯১১ সালের ৩১ জানুয়ারি উসমানীয় সাম্রাজ্যের স্ট্রোমিকাতে জন্মগ্রহণ করেন বাবা ভঙ্গ৷ শোনা যায়, বাবা ভাঙা যখন ১২ বছর বয়স ছিল, তখন একদিন বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে সে প্রবল ঝড়ের মধ্যে আটকে যায়৷

সেই ঝড় বাবা ভাঙাকে অনেক দূর পর্যন্ত উড়িয়ে নিয়ে যায়৷ বেশ কয়েক বছর পর যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন দেখা যায়, তাঁর দুটো চোখের অবস্থা ভীষণই খারাপ৷ চোখের কোটরে ধুলোবালি, ময়লা ঢুকে তাঁর চোখের উপর শক্ত আবরণ তৈরি হয়েছে৷ পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসা করানো সম্ভব হয়নি৷ ভাগ্যের পরিণতি মেনেই আজীবন অন্ধ হয়ে কাটাতে হয় তাঁকে৷

আসন্ন ২০২৪ কি কি হতে পারে তার একটা আভাস এই প্রতিবেদনে৷ তিনি ২০২৪ সালের ৭ টি ঘটনা নিয়ে বলে গিয়েছিলেন৷

১. বিশ্বের অর্থ ব্যবস্থায় সংকটবাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৪ সালে বড়সড় আর্থিক সংকট আসতে পারে৷ এই সময়ে ঋণের বোঝা বাড়তে থাকবে৷ পাশাপাশি জমি-ভূমি সংক্রান্ত অবসাদও বজায় থাকতে পারে৷ এর ফলে বিশ্বের অর্থ ব্যবস্থায় আঘাত লাগবে৷

২. ২০২৪ সালে অনেক প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি বলে গিয়েছেন৷ জলবায়ুর পরিবর্তন হবে৷ বিশ্ব উষ্ণায়ন এবং ভূমিকম্পের কারণে পরিস্থিতি আরও খারাপ হবে৷ তাপমাত্রার পরিবর্তন হবে৷ বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৪ সালে হিমবাহ গলে যাওয়ার কারণে উপকূলীয় শহরগুলি জলে তলিয়ে যাবে৷ শীতল জায়গাগুলো ও গরম হতে থাকবে৷

৩. সাইবার হানাআবার ২০২৪ সালে সাইবার হানার ইঙ্গিত দিয়েছেন এই ভবিষ্যৎবক্তা৷ তাঁর মতে হ্যাকাররা ২০২৪ সালে পাওয়ার গ্রিড ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে হামলা করতে পারেন৷ এই ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে৷

৪. ২০২৪ সালে বিশ্বব্যাপী আর্থিক সংকট ও মন্দা দেখা দেবে। বিভিন্ন দেশের মধ্যে ভৌগলিক কারণে রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে৷

৫. চিকিৎসা ক্ষেত্রে সাফল্যএই সমস্ত দুঃসংবাদের মাঝে কিছু স্বস্তির ভবিষ্যদদ্বাণী করেছেন তিনি৷ বাবা ভাঙ্গার মতে ২০২৪ সাল চিকিৎসা ক্ষেত্রে দারুণ উন্নতি করবে৷ ক্যান্সার অ্যালজইমার্সের মতো রোগের ক্ষেত্রে নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হবে৷

৬. বাবা ভাঙা জানিয়েছিলেন ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হবে৷ সেই ঘটনায় জড়িত থাকবেন তাঁরই দেশের একজন৷

৭. কোয়ান্টাম কম্পিউটিং-এ বড় ধরনের অগ্রগতি হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙা৷