Maldives Controversy: ভারতীয়রা নন, দেদার খরচ করা চিনা পর্যটকে তীক্ষ্ণ নজর মালদ্বীপের

ভারতের প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপে যাওয়ার পর প্রতিবেশি দ্বীপদেশ মালদ্বীপের কয়েকজন মন্ত্রী অশালীন কটাক্ষ করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সংঘাত (Maldives Controversy) চরমে। এই পরিস্থিতিতে ভারতে…

ভারতের প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপে যাওয়ার পর প্রতিবেশি দ্বীপদেশ মালদ্বীপের কয়েকজন মন্ত্রী অশালীন কটাক্ষ করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সংঘাত (Maldives Controversy) চরমে। এই পরিস্থিতিতে ভারতে শুরু হয়েছে “বয়কট মালদ্বীপ” প্রতিবাদ। বিতর্কের মধ্যেই চিন সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। তিনি চিন সরকারের কাছে সে দেশের পর্যটকদের মালদ্বীপে আসার জন্য আহ্বান জানালেন।

একাধিক বিশ্বখ্যাত অর্থনৈতিক ও বাণিজ্যিক সংবাপত্রের বিশ্লেষণ, ভারতের পর্যটকের তুলনায় বেশি আর্থিক ক্ষমতাবান চিনা পর্যটকদের উপর তীক্ষ্ণ নজর মালদ্বীপের। কারণ, বেশিরভাগ চিনা পর্যটক যতটা বেশি অর্থ খরচ করার ক্ষমতা রাখেন ততটা আর্থিক ক্ষমতাশালী নন ভারতীয় পর্যটকরা। মালদ্বীপ যেহেতু ভারতের নিকটে তাই সেদেশে বেশি যান ভারতীয়রা। এবার আর্থিক বলবান চিনা পর্যটকদের আনতে বিশেষ প্যাকেজ দিতে চলেছে মালদ্বীপের সরকার। এর ফলে ভারতের অনেক পর্যটন সংস্থায় বড়সড় আঘাত আসছে।

ভারতের সাথে কূটনৈতিক সংঘাত আবহে মালদ্বীপ সরকারের অবস্থান চিনের দিকেই। পাঁচ দিনের সফরে চিনে অবস্থান করছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। চিনকে তাদের ‘ঘনিষ্ঠ মিত্র’ হিসেবে উল্লেখ করেছেন মুইজ্জু। তিনি বলেছেন, আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে চিন আছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু মঙ্গলবার চিন সরকারের কাছে আহ্বান জানান, যাতে মালদ্বীপে আরও পর্যটক পাঠানো হয়। তাঁর আহ্বানের পর মালদ্বীপ ও চিনের পর্যটন সংস্থাগুলি বিশেষ প্যাকেজ তৈরিতে মগ্ন। চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) প্রশংসা করেছেন মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু। তিনি বলেন, চিন সরকার মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলো প্রদান করেছে৷