Attack On ED: রাজ্যপাল ও ইডি ডিরেক্টরের বৈঠক, পলাতক শাহজাহান নাকি বড় কাতলা জালে?

সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ভয়াবহ হামলার (Attack On ED).পর কলকাতা সফরে ইডি ডিরেক্টর বলেছেন নির্ভয়ে তদন্ত করুন। দফতরের বৈঠকের পর তিনি রাজভবনের বৈঠকে উপস্থিত…

সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ভয়াবহ হামলার (Attack On ED).পর কলকাতা সফরে ইডি ডিরেক্টর বলেছেন নির্ভয়ে তদন্ত করুন। দফতরের বৈঠকের পর তিনি রাজভবনের বৈঠকে উপস্থিত ছিলেন। কলকাতায় ইডির ডিরেক্টরের সঙ্গে রাজ্যপালের বৈঠকে ইডির ডিরেক্টর রাহুল নবীন, স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল ছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক হয়।

সূত্রের খবর, ইডি যদি বাংলাদেশ সীমান্তে তল্লাশি অভিযান করতে যায় তবে কী কী সাহায্য পাবে তা জানতে চাওয়া হয় বিএসএফের থেকে। এছাড়াও সন্দেশখালি নিয়ে এনআইএ-র কাছে কোনও তথ্য আছে কিনা তা নিয়েও আলোচনা হয়। পর্যবেক্ষকদের মতে, ইডি অফিসারদের নিরাপত্তা নিয়ে ভাবিত রাহুল নবীন। দুর্নীতির তদন্তে পরবর্তী পদক্ষেপ করতে যাওয়ার আগে এই বিষয়টিই এখন ভাবনার বিষয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান হামলার নির্দেশ দিয়েই পলাতক। গত ৫ জানুয়ারির সকালে সন্দেশখালির সরবেড়িয়াতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। মাথা ফাটে তিনজন অফিসারের, গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার রেশ এখনও কাটেনি। রাজ্য-রাজনীতিতে এই ঘটনা প্রবল প্রতিক্রিয়া তৈরি করে। আক্রমণ-পাল্টা আক্রমণের তীরে শাসক ও বিরোধীরা একে অপরকে বিদ্ধ করছে।

সন্দেশখালি ও বনগাঁ কাণ্ড নিয়ে সোমবারই কড়া বিবৃতি জারি করেছিল ইডি। সেই প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলা হয়। সোমবার রাতে ইডি-র ডিরেক্টর কলকাতায় পৌঁছনোর পর সিজিও কমপ্লেক্সে তৎপরতা শুরু হয়। মঙ্গলবার সকাল থেকেই সিজিওতে দফায় দফায় বৈঠকে বসেন ইডি ডিরেক্টর। ইডি কর্তাদের পাশাপাশি সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ ও এনআইএ-র আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

সন্দেশখালি কাণ্ডে মুখ খুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনার দিনেই এজলাসে বসে বিচারপতি তাঁর পর্যবেক্ষণ জানিয়েছিলেন। তিনি বলেন, ‘রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?’