SSC Scam: চাকরি প্রার্থীদের ৬০০ দিন আন্দোলন মঞ্চে CPIM নেতৃত্ব শুনলেন ‘বাম আমলে এমন হয়নি’

‘বাম আমলে তো এমন হয়নি। আর কতদিন আমাদের পড়ে থাকতে হবে?’ CPIM নেতাদের বললেন SSC চাকরি প্রার্থী হবু শিক্ষক-শিক্ষিকারা। চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তবে…

‘বাম আমলে তো এমন হয়নি। আর কতদিন আমাদের পড়ে থাকতে হবে?’ CPIM নেতাদের বললেন SSC চাকরি প্রার্থী হবু শিক্ষক-শিক্ষিকারা।

চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তবে হয়নি কিছু। এর মাঝে (SSC Scam) নিয়োগ দুর্নীতির তদম্তে তৃণমূল কংগ্রেস সরকার জেরবার। জেলে প্রাক্তন মন্ত্রী। আর স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ চেয়ে চাকরি প্রার্থীদের ৬০০ দিন ধরে আন্দোলন চলছে। আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীরা। শুক্রবার তাঁদের ধর্নামঞ্চে উপস্থিত হলেন CPIM নেতৃত্ব। ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

বাম নেতৃত্বের সঙ্গে ধর্নামঞ্চে অবস্থান করা হবু শিক্ষক শিক্ষিকারা কথা বলেন। তাঁরা তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অনেকেই বলেন গত বাম আমলে এমন দুর্দশা হয়নি রাজ্যে।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার। তিনি জেলে আছেন। জেলবন্দি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য অশোক সাহা, শান্তি প্রসাদ সিনহা ও মিডলম্যানরা। আবার টেট নিয়োগ দুর্নীতিতে জেলে গেছেন তৃ়ণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।

বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। কালো টাকার পাহাড় দেখেছেন রাজ্যবাসী। টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। একথা বারবার আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

চাকরি প্রার্থীদের বক্তব্য, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তা আদালতের নির্দেশে প্রমাণিত। তাই এখন দ্রুত নিয়োগের দাবিতে সরব হয়েছেন তাঁরা।

চাকরি প্রার্থীদের বক্তব্য, প্রথম পর্যায়ে ২০১৯ সালে কলকাতার প্রেসক্লাবের সামনে ২৯ দিনের অনশন চলছিল। সেই সময় নিয়োগ নিয়ে তাঁদের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সঙ্গে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাও যোগ্যদের চাকরি মেলেনি। এরপর দ্বিতীয় পর্যায়ে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সেন্ট্রাল পার্কের পাঁচ নম্বর গেটের সামনে ১৮৭ দিনের অবস্থান বিক্ষোভ ও অনশন। তৃতীয় পর্যায়ে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে ৬০০ দিন ধরে চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।