HomeSports NewsBaji Rout Cup: রাজস্থানের কাছে হেরে গেল মহামেডান স্পোটিং

Baji Rout Cup: রাজস্থানের কাছে হেরে গেল মহামেডান স্পোটিং

আইলিগের প্রস্তুতি মঞ্চে ওড়িশাতে বাজি রাউট কাপ (Baji Rout Cup) টুর্নামেন্টে রাজস্থান এফসির কাছে ২-০ গোলে হেরে গেল মহামেডান স্পোটিং ক্লাব।রাজস্থানের হয়ে গোলদাতা মার্টিন এবং নুসু।

   

ম্যাচের ২১ মিনিটে মার্টিনের গোলে লিড নেয় রাজস্থান এফসি।খেলার দ্বিতীয়ার্ধে রাজস্থানের হয়ে স্কোর করে নুসু,৫৪ মিনিটে। কোয়াটার ফাইনালে শুক্রবার রাজস্থান এফসির কাছে হেরে গিয়ে ব্যাক টু ব্যাক দুবার মহামেডান স্পোটিং ক্লাবের ক্লিনচিট ইমেজে দাগ লেগে গেল।

Latest News