SSC Scam: অর্পিতার ৩১ টি ‘জীবনবীমা’র দায়িত্ব নিয়েছিলেন পার্থ, জানাল ED

SSC দুর্নীতি কাণ্ডে ফের বিস্ফোরক দাবি করল ইডি। সোমবার আদালতে চার্জশিট জমা দিয়েছে ED, তাতে উল্লেখ করা হয়েছে যে অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন…

Partha Chatterjee, Arpita Mukherjee

SSC দুর্নীতি কাণ্ডে ফের বিস্ফোরক দাবি করল ইডি। সোমবার আদালতে চার্জশিট জমা দিয়েছে ED, তাতে উল্লেখ করা হয়েছে যে অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২২ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডির দল । অন্যদিকে সেদিনেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়িতেও চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার করেন টাকার পাহাড়। তারপর থেকে দুই জনেই ইডির হেফাজতে ছিলেন। এদিকে বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ।

৫৮ দিন পর গতকাল চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ।

সোমবার ব্যাঙ্কশাল আদালতে ১৪০০ পাতার চার্জশিট সহ একাধিক নথি পেশ করেছে ইডি। ইডির পেশ করা চার্জশিটে অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবনবীমার উল্লেখ করা হয়েছে। আর সেই ৩১টি জীবনবীমার প্রিমিয়াম দেড় কোটি টাকা। ৩১ বিমার মধ্যে একটি ৫০ হাজার এবং অপরটি ৪৫ হাজার বলে জানা গেছে।

ইডির তরফে দাবি করা হচ্ছে, ব্যাঙ্ক মারফত যে সমস্ত তথ্য ইডি পেয়েছে, সেই সমস্ত তথ্য মিলিয়ে দেখেই এই হদিশ পেয়েছে ইডি।