SSC Scam: সিবিআই জেরার মুখে পার্থর মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য

SSC দুর্নীতিকাণ্ডে বর্তমানে সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আদালতের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিবিআই হেফাজতে। বর্তমানে তাঁকে নিজাম প্যালসে রাখা হয়েছে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের…

SSC দুর্নীতিকাণ্ডে বর্তমানে সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আদালতের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিবিআই হেফাজতে। বর্তমানে তাঁকে নিজাম প্যালসে রাখা হয়েছে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হচ্ছে CBI-এর প্রশ্নমালা। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন মন্ত্রীর ভূমিকা কী ছিল? কার নির্দেশে তৈরি হত নিয়োগ তালিকা? সেখানে আর্থিক লেনদেন কীভাবে হত? জানতে আজ পার্থ চট্টোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই আধিকারিকরা।

 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সিবিআই সূত্রে খবর, পার্থ আধিকারিকদের নিজের সাফাইতে জানিয়েছেন, ‘ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত, সেই ফাইলে সই করতাম । নিইয়োগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল না। ভূমিকা খুব সীমিত ছিল, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। আমি আধিকারিকদের উপর ভরসা করতাম।’ এদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আশঙ্কা করা হচ্ছে, জেরার মুখে পড়ে হয়তো আরও বেশ কিছু রাঘববোয়ালের নাম বলতে পারেন পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা ও অশোক সাহাদের গ্রেফতার করেছে সিবিআই। প্রতিদিন ধারাবাহিকভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্রের খবর, প্রয়োজন পড়লে প্রাক্তন মন্ত্রী, এসপি সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে সিবিআই সূত্রে খবর।