হিমালয়ের সাধু চিত্রাকে নিয়ে যেতে চেয়েছিলেন সমুদ্রস্নানে

একাধিক অবৈধ কাজকর্মের কারণে জাতীয় স্টক এক্সচেঞ্জ এনএসই-র প্রাক্তন এমডি তথা সিইওকে দীর্ঘ ১২ ঘন্টা ধরে জেরা করে সিবিআই। সেই জেরাতেই চিত্রা জানিয়েছেন, হিমালয় ফেরত…

একাধিক অবৈধ কাজকর্মের কারণে জাতীয় স্টক এক্সচেঞ্জ এনএসই-র প্রাক্তন এমডি তথা সিইওকে দীর্ঘ ১২ ঘন্টা ধরে জেরা করে সিবিআই। সেই জেরাতেই চিত্রা জানিয়েছেন, হিমালয় ফেরত সেই সাধু বা গুরুজি তাঁকে নিয়ে সমুদ্রস্নানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে দেশের কোনও সমুদ্র সৈকতে নয়, ওই হিমালয় ফেরত সাধু চিত্রাকে নিয়ে সিসিলি দ্বীপপুঞ্জে সমুদ্রে সাঁতার কাটার পরিকল্পনা করেছিলেন। ওই সাধুর ওপর চিত্রার ভক্তি দেখে সিবিআই অফিসাররা কার্যত হতবাক।

চিত্রার বিরুদ্ধে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির অভিযোগ, তিনি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। এমনকী, চিত্রা ওই সাধুর কাছে এনএসই-র বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন তথ্যও ফাঁস করেছেন। শুধু তাই নয় তিনি এক অযোগ্য ব্যক্তিকে এনএসই-র শীর্ষ পদে নিয়োগ করেছিলেন। জেরায় চিত্রা স্বীকার করেছেন যে, তিনি ওই আধ্যাত্বিক গুরুর কথা মতই সমস্ত কাজ করেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

চিত্রা আরও জানিয়েছেন, বিভিন্ন আধ্যাত্বিক বা ধর্মীয় অনুষ্ঠানে তাঁর সঙ্গে ওই সাধুর দেখা হয়েছে। এছাড়াও এক অচেনা ব্যক্তির সঙ্গে তিনি নিয়মিত ইমেল মারফত কথা বলতেন। সেই ব্যক্তিই হিমালয়ের সাধু বলে চিত্রার বিশ্বাস।

সিবিআইয়ের অফিসাররা চিত্রার কাছে জানতে চান, হিমালয়ের দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। ইন্টারনেট পরিষেবা নেই। তাহলে ওই ধর্মগুরু কীভাবে ইমেল পাঠাতেন? এই প্রশ্নের উত্তরে চিত্রা জানিয়েছেন, কারও মধ্যে আধ্যাত্মিক শক্তি থাকলে ইন্টারনেট সংযোগের কোনও প্রয়োজন হয় না।

সাধু যে চিত্রাকে নিয়ে সিসিলি দ্বীপের সমুদ্রে সাঁতার কাটার পরিকল্পনা করেছিলেন তার প্রমাণও পেয়েছে সিবিআই। ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি চিত্রাকে একটি মেইল করেন। যেখানে তিনি লিখেছেন, পরের মাসে আমি সিসিলিতে যাওয়ার পরিকল্পনা করেছি। সাঁতার জানলে তুমিও আমার সঙ্গে যেতে পার। সেখানে আমরা একসঙ্গে সমুদ্রে স্নান করব। আমি তোমার টিকিট সহ সব ব্যবস্থা করে রাখতে বলেছি। ওই সাধুর ইমেইল আইডি থেকে এমন অনেক মেইল এসেছে যেখানে চিত্রার একেবারে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। যেমন কিভাবে সাজগোজ করলে তাঁকে দেখতে ভাল লাগবে। কিভাবে নিজেকে আরও আবেদনময়ী করে তুলতে পারবেন, এমন সব পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে চিত্রাকে জিজ্ঞাসাবাদ করে ওই সাধুর খোঁজ পেতে চাইছে সিবিআই।