Mumbai: দিল্লি ও কলকাতাকে পিছনে ফেলে সবচেয়ে বেশি মিলিয়নেয়ারের বাস মুম্বইয়ে

দিল্লি ও কলকাতাকে পিছনে ফেলে দেশের সবথেকে বেশি মিলিয়নেয়ারের বাস মুম্বইয়ে (Mumbai)। মিলিয়নেয়ারদের পছন্দের শহরের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজধানী দিল্লি (Dekhi) ও…

দিল্লি ও কলকাতাকে পিছনে ফেলে দেশের সবথেকে বেশি মিলিয়নেয়ারের বাস মুম্বইয়ে (Mumbai)। মিলিয়নেয়ারদের পছন্দের শহরের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজধানী দিল্লি (Dekhi) ও কলকাতা (Kolkata)। 

হুরুন নামে একটি সংস্থা সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে। ওই সংস্থার সমীক্ষা রির্পোট থেকে জানা গিয়েছে, মুম্বইয়ে সবথেকে বেশি ২০ হাজার ৩০০ জন মিলিয়নেয়ারের বাস। দিল্লিতে এই সংখ্যাটা ১৭ হাজার ৪০০। তৃতীয় স্থানে থাকলেও মুম্বইয়ের তুলনায় কলকাতায় মিলিয়নেয়ারের সংখ্যা প্রায় অর্ধেক। কলকাতায় ১০ হাজার ৫০০ জন মিলিয়নেয়ার থাকেন। 

ওই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, করোনাজনিত কারণে দেশে সুখী মিলিয়নেয়ার মানুষের সংখ্যা কমেছে। ২০২০ সালে দেশে ৩৫০টি পরিবারের মধ্যে সুখী মিলিয়নেয়ার মানুষের সংখ্যা ছিল ৭২ শতাংশ। ২০২১ সালে যা কমে হয়েছে ৬৬ শতাংশ। ওই রিপোর্টে বলা হয়েছে, করোনার সময়ে দেশের আর্থিক বৈষম্য আরও প্রকট হয়েছে। গরিব আরও গরিব হয়েছে। তুলনায় ধনীদের ধন সম্পদের পরিমাণ বিপুল বেড়েছে। এর আগেও একাধিক সংস্থার রিপোর্টে এই বৈষম্যের বিষয়টি ধরা পড়েছে। 

হুরুন তার রিপোর্টে জানিয়েছে, ২০২১-এর ডিসেম্বর পর্যন্ত ভারতে ৪.৫৮ লাখ বাড়িতে ডলার মিলিয়নেয়ারের হার ১১ শতাংশ বেড়েছে। ওই রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০২৬ সালের মধ্যেই ভারতে মিলিয়নেয়ারের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৬ লক্ষ হবে।