দু’চাকা হোক বা চার চাকা, কম বেশি সকলেরই জানা কার মাইলেজ কত। এমনকী বাস বা ট্রাকের মাইলেজও জানেন অনেকে। প্রতিটা যানবাহনেরই নিজস্ব মাইলেজ রয়েছে। অর্থাৎ, এক লিটার পেট্রোল ও ডিজেলে সেই যানবাহন যতদূর অতিক্রম করতে পারে সেটাই ওই যানের মাইলেজ। ট্রেনের ক্ষেত্রেও রয়েছে মাইলেজের হিসাব।
বর্তমানে দু’ধরণের ট্রেন চলে— বিদ্যুৎ এবং ডিজেল চালিত। মাইলেজের হিসাব হয় জিজেল চালিত ট্রেনের ক্ষেত্রে। ট্রেনের মাইলেজ সরাসরি উল্লেখ করা খুবই কঠিন। ট্রেনের মাইলেজ নির্ভর করে রুট ও ট্রেনের কোচের সংখ্যার উপর। একটি ট্রেনের মাইলেজের সবচেয়ে বড় বিষয় হল ট্রেনটিতে কতগুলি কোচ রয়েছে। যদি কম কোচ থাকে তাহলে ইঞ্জিনে চাপ কম পড়ে। সেক্ষেত্রে, ইঞ্জিনের শক্তি বৃদ্ধি পায়। বেশি মাইলেজ দিয়ে থাকে।
প্রিয় পোষ্যকে নিয়ে কীভাবে করবেন ট্রেন সফর? জানুন ভারতীয় রেলের নিয়ম
ভারতীয় রেল সূত্রে খবর, যেসব ট্রেনে ২৪ থেকে ২৫টি বগি থাকে, সেই সব ট্রেনে ১ কিলোমিটারের জন্য ৬ লিটার ডিজেল খরচ হয়। কিন্তু, সুপারফাস্ট ট্রেনের তুলনায় যাত্রিবাহী লোকাল ট্রেনে ডিজেলের খরচ বেশি। একটি লোকাল যাত্রিবাহী ট্রেন ১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ৬-৭ লিটার ডিজেল লাগে। কারণ, লোকাল ট্রেনকে বারবার অনেক স্টেশনে থামতে হয়।
শখ-স্বপ্নের অনন্য অনুভূতি, এবার ভিসা ছাড়াই যেতে পারবেন কোন কোন দেশে?
১২টি কোচ বিশিষ্ট একটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ১ কিলোমিটার যেতে খরচ করে প্রায় ৪.৫ লিটার ডিজেল। এরপরও অন্যান্য যানের মতই ট্রেনের মাইলেজ- ইঞ্জিনের শক্তির উপরে নির্ভর করে, যার মধ্যে রয়েছে ঘন ঘন ব্রেক কষা, কতটা উচ্চতায় উঠছে, ট্রেনে ভার কত।
Indian Railways: অদ্ভূত, ভারতীয় রেলের এই স্টেশনে ট্রেন থামে বছরে মাত্র ১৫ দিন!