Breaking: গোহারা হেরে ৫ রাজ্যের সভাপতিকে ‘বলির পাঁঠা’ করল কংগ্রেস

২২-এর বিধানসভা ভোটে পাঁচ রাজ্যে ভরাডুবির পর বড় সিদ্ধান্তের পথে হাঁটল কংগ্রেস হাইকমান্ড। পাঁচ রাজ্যের সভাপতিকে বহিষ্কার করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। কংগ্রেসের…

২২-এর বিধানসভা ভোটে পাঁচ রাজ্যে ভরাডুবির পর বড় সিদ্ধান্তের পথে হাঁটল কংগ্রেস হাইকমান্ড। পাঁচ রাজ্যের সভাপতিকে বহিষ্কার করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়ালা টুইট করে জানিয়েছেন, গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও মণিপুরের কংগ্রেস সভাপতিদের ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন কংগ্রেস নেত্রী। 

পদ ছাড়তে বলা হয়েছে নভজ্যোৎ সিং সিধুকেও।

২২-এর ভোটে পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে গো হারা হারতে হয়েছে এবং চারটি রাজ্যে বিশ্বাসযোগ্য লড়াই করতে ব্যর্থ হয় যেখানে তারা ফিরে আসার আশা করেছিল।

পাঞ্জাবের পরাজয় কোনোভাবে হজম করতে পারেনি কংগ্রেস শিবির। বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে অন্তর্দ্বন্দ্ব-এ জড়িয়ে পড়ে কংগ্রেস। প্রকাশ্যে একে অপরের প্রতি সংঘর্ষে লিপ্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও সিধু। অভিমান নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন। কয়েকদিনের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী পায় পাঞ্জাব।

সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন জানান, ‘কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন যে তিনি তার পরিবারের সদস্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নিয়ে দলের জন্য তাদের পদ ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু আমরা সবাই এটি প্রত্যাখ্যান করেছি।’