বিজয়বর্গীয় ছেলের হাতে ব্যাট পেটা খাওয়ার কথা ভুললেন পুর অফিসার

২০১৯ সালের জুন মাস। বিপুল সংখ্যক আসন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছেন নরেন্দ্র মোদী। এসময় মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটল এক বিতর্কিত ঘটনা। বিজেপি নেতা তথা বাংলার পর্যবেক্ষক…

২০১৯ সালের জুন মাস। বিপুল সংখ্যক আসন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছেন নরেন্দ্র মোদী। এসময় মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটল এক বিতর্কিত ঘটনা। বিজেপি নেতা তথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ মধ্যপ্রদেশের ইন্দোরে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক পেটালেন ইন্দোর কর্পোরেশনের এক আধিকারিককে।

ব্যাট পেটার সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছিল। বিষয়টি নিয়ে যথেষ্ট চাপে পড়ে ছিল বিজেপি। এ ঘটনায় দলের শীর্ষ নেতৃত্ব কোনও প্রতিক্রিয়াও জানায়নি। কিন্তু দুবছরও হয়নি, এরই মধ্যে বেধড়ক মারধরের ঘটনাটি বেমালুম ভুলে গেলেন ইন্দোর কর্পোরেশনের সেই আধিকারিক। ওই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে শুক্রবার ওই আধিকারিক আদালতে বলেন, ব্যাট পেটা খাওয়ার ঘটনাটি তাঁর ঠিকঠাক মনে নেই। তার একটু আঘাত লেগেছিল। পিছন থেকে কেউ ব্যাট চালিয়েছিল। তাই তিনি দেখেতে পাননি কে ব্যাট চালিয়েছে।

তবে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, আকাশ সামনে থেকেই ওই আধিকারিককে ব্যাট দিয়ে বেধড়ক মারছেন। কিন্তু আধিকারিক নাকি সেই ঘটনা বেমালুম ভুলেই গিয়েছেন। ওই আধিকারিক বিজেপি নেতাদের ভয়েই ঘটনাটি চেপে গিয়েছেন বলে মনে করা হচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, শুধু আকাশ নয়, আকাশের সঙ্গে তার কয়েকজন সাঙ্গপাঙ্গও মারধর শুরু করে। পুলিশ তাদের ঠেকাতে পারেনি। কয়েকজন পুরকর্মীও মার খান। আকাশ আঙুল উঁচিয়ে হুমকি দেয়, ৫ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে না গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। আকাশের দলবল পুর কর্মীদের ঘিরে ফেলে কার্যত তাণ্ডব চালায়। এ ঘটনায় আকাশকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে কৈলাস বিজয়বর্গীয়র ছেলে জামিন পায়। কিন্তু এদিন আদালতে সেই মারধরের ঘটনা ভুলে গেলেন ওই পুর আধিকারিক। অনেকেই মনে করছেন রাজনৈতিক চাপের কারণেই আধিকারিক ডিগবাজি খেয়েছেন।

ইন্দোর মানেই বিজয়বর্গীয়র খাস এলাকা। তাই ইন্দোর কর্পোরেশনে চাকরি করে বিজয়বর্গীয় সঙ্গে বিবাদ করা মানে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করার সামিল। সে কারণেই ওই আধিকারিক আদালতের কাছে পুরো ঘটনাটি বেমালুম চেপে গিয়েছেন।