নাগাল্যান্ডের গণহত্যা, কোভিডে মৃত্যু নিয়ে কিছুই বললেন না রাষ্ট্রপতি

সোমবার থেকে সংসদে বাজেট অধিবেশনের সূচনা হল। আর এদিনের বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ রাখেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন তাঁর ভাষণে কেন্দ্রের প্রশংসার সুরই বেশি…

সোমবার থেকে সংসদে বাজেট অধিবেশনের সূচনা হল। আর এদিনের বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ রাখেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন তাঁর ভাষণে কেন্দ্রের প্রশংসার সুরই বেশি শোনা গিয়েছে। আর এই নিয়েই এবার রাষ্ট্রপতিকে এক হাত নিল কংগ্রেস (Congress)।

সংসদে বাজেট অধিবেশনের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি (Manish Tiwari)। তিনি বলেন, ‘নাগাল্যান্ডের গণহত্যা বা কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের সময় মৃত্যুর বিষয়ে রাষ্ট্রপতি কিছু বললেন না। রাষ্ট্রপতির ভাষণে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার বিষয়ে কিছুই ছিল না। আফগানিস্তানে তালিবানের দখল এবং ভারতের ওপর এর সন্ত্রাসী প্রভাব এর কথাও তার ভাষণে উল্লেখ হয়নি।’

উল্লেখ্য, এদিন রাষ্ট্রপতি বলেন, ‘করোনা আবহে সরকার ও নাগরিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বেড়েছে। দেশকে আত্মনির্ভর করতে দৃঢপ্রতিজ্ঞ সরকার। আগামী ২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত। সব কা সাথ সব কা বিকাশই হল এই সরকারের মূল মন্ত্র। নেতাজী স্মরণে দেশজুড়ে এক গুচ্ছ কর্মসূচি পালন করা হচ্ছে। সকলের স্বার্থে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক বছরে ২ কোটি বাড়ি তৈরি হয়েছে। বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার। জল জীবন মিশনে ৬ কোটি বাড়িকে যুক্ত করা হয়েছে। ২৭ হাজার গ্রামে দেওয়া হয়েছে ৪০ লক্ষ সম্পত্তি কার্ড।’