INC: জ্বালানি জ্বালায় জেরবার দেশ, পথে ‘ঘটিহারা’ কংগ্রেস

গোটা দেশব্যাপী উর্ধ্বমুখী জ্বালানির দাম। রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এদিকে সাধারণ মানুষের হয়ে কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় প্রতিবাদে সামিল হয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার সকাল…

গোটা দেশব্যাপী উর্ধ্বমুখী জ্বালানির দাম। রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এদিকে সাধারণ মানুষের হয়ে কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় প্রতিবাদে সামিল হয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লিতে রাহুল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের নেতা কর্মীরা। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘আমরা ভবিষ্যদ্বাণী করেছিলাম যে ৫ টি রাজ্যের নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জ্বালানির দাম বাড়ানো হবে। আর তাইই হল। আমাদের দাবি, জ্বালানির দাম ফিরিয়ে আনা হোক। জ্বালানির দাম বৃদ্ধির কারণে জনগণ যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা সরকার বুঝতে পারছে না।’

অন্যদিকে কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আজ রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা জ্বালানী ও এলপিজির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ করছি।’ সেইসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, গ’ত ১০ দিনে ৯ বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। আমাদের দাবি, দাম নিয়ন্ত্রণে আনতে হবে। আমাদের দাবি কেন্দ্রকে মানতেই হবে।’

দলীয় সূত্রে খবর, এলপিজি, পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধিতে কেন্দ্রের বিরুদ্ধে তিনটি ফেজে আন্দোলনের পরিকল্পনা করেছে কংগ্রেস৷ শুধু তাই নয়, রাজনৈতিক দলটি তার নেতা ও কর্মীদের সোশ্যাল মিডিয়ায় জ্বালানির দাম বাড়ার বিরুদ্ধে প্রতিবাদ পোস্ট করা বাধ্যতামূলক করেছে।