Congress : পকেটমারি হয়েছে রাহুল গান্ধীর! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাকি পকেটমারি হয়েছে। অভিযোগ শিরোমণি আকালি দলের। অভিযোগ, পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে যাওয়ার দিনে পকেট কাটা হয়েছে রাহুলের৷ কংগ্রেসের (Congress) বিরুদ্ধেই অভিযোগ!…

রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাকি পকেটমারি হয়েছে। অভিযোগ শিরোমণি আকালি দলের। অভিযোগ, পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে যাওয়ার দিনে পকেট কাটা হয়েছে রাহুলের৷ কংগ্রেসের (Congress) বিরুদ্ধেই অভিযোগ!

সামনেই ৫ রাজ্যে নির্বাচন। তার আগে চর্চায় রাহুল গান্ধী। তাঁর নাকি পকেটমারি হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন শিরোমণি অকালি দলের সাংসদ হরসিমরত কৌর। তিনি বলেছেন, সেদিন রাহুলের সঙ্গে যে কংগ্রেস নেতারা ছিলেন তাঁদের মধ্যেই কেউ এই কাজ করে থাকতে পারে। যদিও এই মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রমাণ নেত্রীর কাছে নেই।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আলোচনার মাত্রা বৃদ্ধি পাওয়ার পর অবশেষে বিবৃতি দেওয়া হয়েছে হাত শিবিরের পক্ষ থেকে। সেদিন এমন কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি কংগ্রেসের। নির্বাচনী আবহে রাজনীতির হাওয়া গরম করতেই শিরোমণি দল এমন তত্ত্ব তুলে ধরেছে বলে তারা মনে করছে।

এক সময় বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত হরসিমরত কৌর একটি টুইট করেছিলেন সম্প্রতি। সেখানে তিনি দাবি করেছিলেন রাহুল গান্ধীর পকেট কাটা হয়েছে। অভিযোগের আঙুল তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি, উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিংহ রণধাওয়া, পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোৎ সিংহ সিধুর বিরুদ্ধে।

নেত্রীর যুক্তি, ‘জি ক্যাটেগরির সিকিউরিটি ডিঙিয়ে কেবল এঁদেরই তো রাহুলের সঙ্গী হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।’ তাঁর অনুমান, পাঞ্জাবে শিখদের অপমান করার জন্য কংগ্রেসের এ এক ঘৃণ্য প্রচেষ্টা।