কংগ্রেস ছাড়লেন গুলাম নবী আজাদ

লোকসভা ভোটের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। কংগ্রেস থেকে ইস্তফা দিলেন গুলাম নবী আজাদ (Ghulam Nabi Azad)। ইতিমধ্যে তিনি নিজের ইস্তফাপত্র দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া…

লোকসভা ভোটের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। কংগ্রেস থেকে ইস্তফা দিলেন গুলাম নবী আজাদ (Ghulam Nabi Azad)। ইতিমধ্যে তিনি নিজের ইস্তফাপত্র দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিজের ইস্ফতাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে খবর।

নিজের ইস্ফতাপত্রে গুলাম নবী আজাদ লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে লিখছি যে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে আমার অর্ধ শতাব্দীর পুরানো সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ আজ দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি দলের প্রতি ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। কংগ্রেস তাঁকে রাজ্যসভায় পাঠায়নি। কিছুদিন আগেই কাশ্মীরে দলের প্রচার কমিটি থেকে ইস্তফা দিয়েছেন আজাদ। সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে লেখা পদত্যাগপত্রে আজাদ দলের প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে পদত্যাগ করেছেন বলে খবর।

সম্প্রতি বিদ্রোহী কংগ্রেস দল জি-২৩-এর গুরুত্বপূর্ণ সদস্য আজাদও সোনিয়া গান্ধীকে কংগ্রেসে পরিবর্তনের বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠির পর তুমুল হইচই পড়ে যায়।