INC: কোটি কোটি টাকা ভাড়া বাকি থাকায় কংগ্রেস অফিস খালি করার নির্দেশ

সরকারি বাড়ি দখল করে রেখেছিল কংগ্রেস (Congress)। দীর্ঘদিন দেওয়া হয়নি ভাড়া। অবিলম্বে সেই বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দিল সরকারি আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক।…

Sonia Gandhi

সরকারি বাড়ি দখল করে রেখেছিল কংগ্রেস (Congress)। দীর্ঘদিন দেওয়া হয়নি ভাড়া। অবিলম্বে সেই বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দিল সরকারি আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক। দলের প্রধান সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে সেই এভিকশন বা বাড়ি খালি করে দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে কংগ্রেস নেতৃত্ব। 

মধ্যদিল্লির চাণক্যপুরীতে অবস্থিত ওই বাংলো কংগ্রেস পার্টিকে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। মাসিক ভাড়ার বিনিময়ে সেই বাংলো গ্রহণ করেছিল ভারতের জাতীয় কংগ্রেস। সেই বাড়িটিতে থাকতেন ওনিয়া গান্ধীর সেক্রেটারি ভিনসেন্ট জর্জ। যিনি রাহুল গান্ধীর বেশ ঘনিষ্ঠ। যদিও এখন আর সেই বাংলোতে তিনি থাকছেন না বলে জানা গিয়েছে।

তথাপি ওই বাংলো নিজেদের দখলেই রেখেছে কংগ্রেস। সাম্প্রতিক অতীতে তথ্য জানার আইনের অধীনে ওই বাংলো সম্পর্কে জানতে চেয়ে আবেদন করেন এক ব্যক্তি। তারপরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ২০১৩ সালের অগস্ট মাসে ওই বাংলোর জন্য শেষবার ভাড়া দিয়েছিল কংগ্রেস। তারপর থেকে নিজেদের দখলে রাখলেও কোনও ভাড়া সরকারকে তারা প্রদান করেনি। আবার দখলদারিও ছাড়েনি।

আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে সক্রিয়তা দেখা গিয়েছে চলতি বছরে। গত ফব্রুয়ারি মাসে ওই বাংলো খালি করে দেওয়ার জন্য কংগ্রেস পার্টিকে নোটিশ দেওয়া হয়। পার্টির প্রধান সোনিয়া গান্ধীর নামেই পাঠানো হয় সেই নোটিশ। সরকারি তথ্য অনুসারে, ওই বাংলোর ভাড়া বাবদ এখনও তিন কোটি আট লক্ষ টাকা বকেয়া রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের।