Ashok Gehlot: কংগ্রেস সভাপতি পদের দৌড় থেকে সরলেন গেহলট

জল্পনার অবসান। কংগ্রেসের (Congress) সভাপতি (president) পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন অশোক গেহলট (Ashok Gehlot)৷ রাজস্থান কংগ্রেসের বিদ্রোহের জন্য সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চেয়ে এই…

Ashok Gehlot dropped out of the race for the post of Congress president

জল্পনার অবসান। কংগ্রেসের (Congress) সভাপতি (president) পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন অশোক গেহলট (Ashok Gehlot)৷ রাজস্থান কংগ্রেসের বিদ্রোহের জন্য সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত, সভাপতি পদে গান্ধী পরিবারের সবচেয়ে পছন্দের প্রার্থী ছিলেন গেহলট।

কিন্তু তাঁর অনুগামী বিধায়করা ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় রাজস্থানে। শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে না চেয়ে কার্যত বিদ্রোহ শুরু করে দেন গেহলটপন্থী বিধায়করা। বৃহস্পতিবার সোনিয়ার সঙ্গে দেখা করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন গেহলট।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রসঙ্গত, গেহলট সরে দাঁড়ানোয় এখন লড়াইয়ের ময়দানে রয়েছেন দিগ্বিজয় সিং ও শশী থারুর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেহলট বলেছেন, এই পরিস্থিতিতে আমি কংগ্রেস সভাপতি পদে লড়াই করব না। আমার নৈতিকতাকে দাম দিয়ে আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। সোনিয়া গান্ধীর সঙ্গে আমি কথা বলেছি। দু’দিন আগে যা ঘটেছে, তাতে আমি হতবাক হয়ে গিয়েছি। আমি মুখ্যমন্ত্রী থাকতে চাই বলেই এত সমস্যা তৈরি হয়েছে, এমনটাই শোনা গিয়েছিল। সেই জন্যই আমি সোনিয়ার কাছে ক্ষমা চেয়েছি।

এদিকে প্রিয়াংকা গান্ধিকে সভাপতি করার দাবি তুলেছেন অসমের কংগ্রেস সাংসদ আবদুল খালেক। তাঁর দাবি, যেহেতু রাহুল গান্ধি সভাপতি হতে চাইছেন না, তাই প্রিয়াংকাই যোগ্যতম।