গাধা চুরির অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতা

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে বিপাকে এক কংগ্রেস নেতা। উঠল গাধা চুরির অভিযোগ। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। জানা গিয়েছে, সম্প্রতি তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্মদিনে…

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে বিপাকে এক কংগ্রেস নেতা। উঠল গাধা চুরির অভিযোগ। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। জানা গিয়েছে, সম্প্রতি
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্মদিনে একটি গাধাকে নিয়ে প্রতীকী প্রতিবাদ দেখান তেলাঙ্গানার কংগ্রেস নেতা ভেঙ্কট বালমুর বলে অভিযোগ।

এবার এই ঘটনায় নয়া মোড়। ওই গাধাটিকে চুরির অভিযোগে গ্রেফতার করা হল কংগ্রেসের ওই ছাত্র নেতা। জানা গিয়েছে, শুক্রবার ভেঙ্কট বালমুরকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় তেলাঙ্গানা কংগ্রেসের অভিযোগ, মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে ছাত্র নেতাকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি ছিল তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্মদিন। ওইদিন তেলেঙ্গানায় সরকারি চাকরিতে নিয়োগ থমকে থাকার প্রতিবাদে বিক্ষোভ দেখায় কংগ্রেসের ছাত্র সংগঠন। করিমপুরে সাতবাহন বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভের নেতৃত্ব দেন তেলাঙ্গানার ছাত্র নেতা ভেঙ্কট বালমুর।

ওই বিক্ষোভে একটি গাধাকে কেক খাওয়াতে দেখা যায় বিক্ষোভকারীদের। গাধার মুখে কেসিআরের ছবি লাগিয়ে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠনটি। সেদিনের অভিনব বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন বালমুর। ছবির উপরে ক্যাপশানে লেখেন- কৃষকদের জীবন নষ্ট করা, ছাত্র ও কর্মহীন যুবকদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া  ও ভুয়ো প্রচারের প্রতিবাদ।