ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে (Durand Cup 2025) অংশগ্রহণের মাধ্যমে নতুন মরসুম শুরু করতে চলেছেন ভারতীয় ফুটবলের (Indian Football) চেনা মুখ নিশু কুমার (Nishu Kumar)। তবে এবারের যাত্রা লাল-হলুদ জার্সিতে নয়। তিনি খেলবেন খালিদ জামিলের (Khalid Jamil) মত অভিজ্ঞ ও প্রমাণিত কোচের অধীনে জামশেদপুর এফসিতে (Jamshedpur FC)।
২৬ বছর বয়সী ডিফেন্ডার নিশু কুমার বলেন, “একজন কোচ হিসেবে খালিদ জামিল স্যারের অধীনে কাজ করা আমার জন্য গর্বের বিষয়। তিনি ভারতীয় ফুটবলে নিজেকে বারবার প্রমাণ করেছেন। প্রতিদিন তার কাছ থেকে কিছু না কিছু নতুন শিখছি এবং ডুরান্ড কাপে তার অধীনে খেলতে মুখিয়ে আছি।”
চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমি ও ফেডারেশনের এলিট অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র নিশু কুমার। ইতিমধ্যে ভারতের ঘরোয়া ফুটবলে প্রায় সব বড় ট্রফি জিতেছেন আই-লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপ এবং ইন্ডিয়ান সুপার লিগ বিশেষ করে বেঙ্গালুরু এফসির জার্সিতে। কিন্তু ডুরান্ড কাপ এখনও অধরা এবং সেটাই এবার তার বড় লক্ষ্য।
খেলাধুলোর বাইরেও নিশুর জন্য জামশেদপুর এফসিতে যোগ দেওয়া এক নতুন আবেগের নাম। তিনি জানান, “জামশেদপুর এফসি এমন একটি ক্লাব যার এক উজ্জ্বল সমর্থক গোষ্ঠী আছে। এই ক্লাবের হয়ে ডুরান্ড কাপে নামতে পারা অত্যন্ত গর্বের ব্যাপার। এই প্রতিযোগিতার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং এমন এক টুর্নামেন্ট দিয়ে মরসুম শুরু করাটা সত্যিই বিশেষ কিছু।”
পূর্বে কেরালা ব্লাস্টার্স ও ইস্টবেঙ্গল এফসিতে খেলার অভিজ্ঞতা নিশুকে দিয়েছে ভিন্ন ভিন্ন কৌশলগত পরিবেশে খেলার সুযোগ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি জামশেদপুরের রক্ষণভাগে শক্তিশালী উপস্থিতি তৈরি করতে চান।
প্রাক-মরসুম প্রস্তুতিতে দলের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন নিশু। প্রাথমিক দিনগুলোর অভিজ্ঞতা তার কাছে ইতিবাচক। তিনি বলেন, “ট্রানজিশন অনেকটাই মসৃণ হয়েছে। আগে থেকেই কিছু খেলোয়াড়কে চিনি, ফলে মানিয়ে নিতে অসুবিধা হয়নি। প্রশিক্ষণ সেশনগুলো দারুণ চলছে, এবং আমি নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। ডুরান্ড কাপে ভালো কিছু করাই এখন প্রধান লক্ষ্য।”
ভারতীয় ফুটবলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ডুরান্ড কাপে যখন অংশ নিতে চলেছে জামশেদপুর এফসি, তখন নিশু কুমারের মত অভিজ্ঞ ডিফেন্ডারের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের রক্ষণভাগকে আরও বেশি দৃঢ় করবে। আর তার অভিজ্ঞতা ও পেশাদারিত্ব যে দলকে বাড়তি শক্তি দেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
Jamshedpur FC footballer Nishu Kumar said It is an honour to work under a coach like Khalid Jamil