দুর্মুশ রেখা, চাঙ্গা শাহজাহান! ‘ভাই’কে দেখেই ‘জয় বাংলা’ স্লোগান, কী বললেন সন্দেশখালির ‘ত্রাস’?

সন্দেসখালির ঘটনাকে এবারের ভোটে ইস্যু করে প্রচারে ঝাঁপিয়েছিল বিজেপি। বসিরহাট কেন্দ্রে গেরুয়া দল প্রার্থী করে সন্দেশকালির ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্রকে। তবে, শেষরক্ষা হয়নি। সন্দেশখালি এলাকায়…

What did Sheikh Shahjahan of Sandeshkhali says about lost of bjp Basirhat candidate Rekha Patra, দুর্মুশ রেখা, চাঙ্গা শাহজাহান! 'ভাই'কে দেখেই 'জয় বাংলা' স্লোগান, কী বললেন সন্দেশখালির 'ত্রাস'?

সন্দেসখালির ঘটনাকে এবারের ভোটে ইস্যু করে প্রচারে ঝাঁপিয়েছিল বিজেপি। বসিরহাট কেন্দ্রে গেরুয়া দল প্রার্থী করে সন্দেশকালির ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্রকে। তবে, শেষরক্ষা হয়নি। সন্দেশখালি এলাকায় পদ্ম ফুটলেও সমগ্র বসিরহাটে গোহারা হেরেছেন পদ্ম প্রার্থী। মিলে গিয়েছে সন্দেশখালির ‘নারকীয়’ ঘটনায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের দাবি। ফলে এখন চাঙ্গা সন্দেশখালির ‘ভাই’। শুক্রবার বারাসাত আদালতে তোলা হয় শাহজানদের। তখন আদালত চত্বরে হাজির ছিলেন শাহজাহানের বহু অনুগামী। ফলে নেতাকে দেখেই উঠল ‘জয় বাংলা’ স্লোগান! যা শুনেই চওড়া হাসি সন্দেশখালির ‘ত্রাসের’ মুখে।

১৪ দিনের জেল হেফাজত শেষে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শেখ শাহজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা সহ আরও বেশ কয়েকজনকে। সেখানেই তাঁকে বসিরহাট লোকসবা কেন্দ্রের ফলাফল নিয়ে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। জবাবে অতীতের দাবি মনে করিয়ে শেখ শাহজাহান বলেন, ‘আমি তো আগেই বলে দিয়েছিলাম জিতবে।’

   

কমল তৃণমূল-বাড়ল বিজেপি! লোকসভা ভোটের নিরিখে বাংলার বিধানসভায় তাক লাগানো ফল

গত ৫ জানুয়ারি, রেশন দুর্নীতিকাণ্ডে শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে আক্রান্ত হন তাঁরা। শাহজাহান এলাকাছাড়া হন। তাঁর বিরুদ্ধে জমি, ভেড়ি দখলের অভিযোগ ওঠে। নারী নির্যাতনের অভিযোগও উঠেছিল। মহিলারা পথে নেমে শাহজাহানের বিরুদ্ধে সরব হন। তেতে ওঠে সন্দেশখালি। ৫৫ দিন পর ফেব্রুয়ারির শেষে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করে মিনাখাঁ থেকে। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে। লোকসভা নির্বাচনের মাঝে সন্দেশখালি কাণ্ড নিয়ে শাসক-বিরোধীর মধ্যে চলে জোর কাটাছেঁড়া।

এইবার মাতৃভূমি লোকালে ওঠার ছাড়পত্র পেলেন পুরুষেরা! জানুন নিয়ম

সন্দেশখালির ঘটনায় অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। ফলে বসিরহাট লোকসভায় কেন্দ্রে বিতর্কিত নুসরত জাহানকে সরিয়ে সংখ্যালঘু ভোটবাঙ্ক বিবেচনা করে দীর্ঘদিনের রাজনীতিক হাজি নুরুল ইসলামের উপর ভরসা রাখে তৃণমূল ।অন্যদিকে বিজেপি সন্দেশখালি ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্র বেছে নেয় গেরুয়া শিবির। পাশাপাশি সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে প্রার্থী করে সিপিআইএম। ‘খেলা’ জমে যায় বসিরহাটে।

ভোট আবহেই আদালত চত্বরে দাঁড়িয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন শেখ শাহজাহান। দাবি করেছিলেন, বিজেপি প্রার্থী রেখা পাত্র ৩ লক্ষেরও বেশি ভোটে হারবেন। হলও তাই। তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম ৩ লক্ষ ৩৩ হাজার ৫১৮ ভোটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পরাজিত করেন।