কমল তৃণমূল-বাড়ল বিজেপি! লোকসভা ভোটের নিরিখে বাংলার বিধানসভায় তাক লাগানো ফল

২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফলে উজ্জীবিত তৃণমূল। কার্যত মাথায় হাত পদ্ম শিবিরের নেতা, কর্মীদের। শুরু হয়ে গিয়েছে আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে রাজনৈতিক হিসাব-নিকাষের খেলা।…

assembly wise seats projection in west bengal from result of lok-sabha election 2024 , কমল তৃণমূল-বাড়ল বিজেপি! লোকসভা ভোটের নিরিখে বাংলার বিধানসভায় তাক লাগানো ফল

২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফলে উজ্জীবিত তৃণমূল। কার্যত মাথায় হাত পদ্ম শিবিরের নেতা, কর্মীদের। শুরু হয়ে গিয়েছে আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে রাজনৈতিক হিসাব-নিকাষের খেলা। এই প্রেক্ষাপটে সামনে এল চমকপ্রদ পরিসংখ্যান। নির্বাচনের কমিশনের তরফে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, অষ্টাদশ লোকসভা নির্বাচনের নিরিখে বাংলার বিধানসভাওয়াড়ি ফলাফলে আসন বাড়েছে পদ্ম শিবিরের। কমেছে জোড়-ফুল। অর্থাৎ রাজ্যে শাসক-বিরোধী দলের মধ্যে ব্যবধান কমেছে।

এবারের লোকসভা ভোটের ফলাফল অনুসারে দেখা যাচ্ছে তৃণমূল এগিয়ে ১৯২টি বিধানসভা আসনে। বিজেপি ৯০টিতে। শূন্য থেকে শেষপর্যন্ত খাতার খোলার অবস্থায় পৌঁছচ্ছে কংগ্রেস-বাম জোটও। পরিসংখ্যান অনুযায়ী, কংগ্রেস ১১ ও বামেরা এগিয়ে ১টি বিধানসভা আসনে। তবে শূন্য হয়ে পড়ছে আইএসএফ।

   

Modi 3.0: নাচাচ্ছেন নীতীশ-নাইডু, নাচছেন ‘ভগবান’ মোদী

২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী মোট ২৯৪টি আসনের মধ্যে, তৃণমূল পেয়েছিল ২১৩টি, বিজেপি ৭৭টি। ১টি আইএসএফ। বাকি ২টি আসন দখল করে অন্যান্যরা।

‘সুকান্ত-শুভেন্দু সেটিং করবে আমরা কেন মার খাব’ বিজেপি সমর্থকের আর্তনাদ

অর্থাৎ, লোকসভার ভোটের ফলের নিরিখে রাজ্যের গত বিধানসভা নির্বাচনের ফলাফলের তুলনা টানলে দেখা যাচ্ছে, ২১টি আসনে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। ১৩টি আসনে এগিয়ে বিজেপি। শূন্য থেকে এক ধাক্কায় ১৩টিতে এগিয়ে কংগ্রেস, ১টিতে বামেরা।

উল্লেখ্য, গত সোমবার প্রকাশিত লোকসভা ভোটের ফলে রাজ্যে বাজিমাত করেছে তৃণমূল। সব বুথ ফেরৎ সমীক্ষাকে ভুল প্রমাণিত করে ৪২টির মধ্যে ২৯টিতেই জয় পেয়েছেন জোড়-ফুল প্রার্থীরা। বিজেপি জিতেছে ১২টিতে। ১টি মাত্র আসনে জয় পেয়েছে কংগ্রেস। শূন্য হাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বামেদের।