Bankura: রাজ্যের প্রথম আদিবাসী ফ্যাশন শোতে হাঁটলেন মন্ত্রী

অনুষ্ঠিত হল আদিবাসী ফ্যাশন শো। রাজ্যে এই প্রথম। রাজ্যের প্রথম আদিবাসী ফ্যাশন শো অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়ার মুকুটমণিপুর মেলায়। অংশগ্রহণ করলেন স্থানীয় তরুণ-তরুণীরা। পাশাপাশি…

Bengal's first tribal fashion show in Bankura

অনুষ্ঠিত হল আদিবাসী ফ্যাশন শো। রাজ্যে এই প্রথম। রাজ্যের প্রথম আদিবাসী ফ্যাশন শো অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়ার মুকুটমণিপুর মেলায়। অংশগ্রহণ করলেন স্থানীয় তরুণ-তরুণীরা। পাশাপাশি ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মেলা কমিটি জানিয়েছে যে পর্যটকদের সামনে আদিবাসী সংস্কৃতি ও তাঁদের পোশাক-আশাক তুলে ধরাই ছিল মূল উদ্যেশ্য।

মুকুটমণিপুর বাংলার অন্যতম প্রধান আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। মুকুটমণিপুরে পর্যটনের বিকাশ ছিল লক্ষ্য। সেই লক্ষ্যের জন্যই ২৪ বছর আগে সরকারি উদ্যোগে শুরু হয় মুকুটমণিপুর মেলা। এই মেলার প্রধান লক্ষ্য ছিল স্থানীয় আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা। এই লক্ষ্যকে সামনে রেখেই এই প্রথম আদিবাসী ফ্যাশন শোর আয়োজন করা হল। আয়োজনে মেলা কমিটি।

মেলা কমিটি জানিয়েছে যে বছরের বিভিন্ন সময়ে আদিবাসীদের নিজস্ব উৎসব, নানা সামাজিক অনুষ্ঠান রয়েছে। এই উৎসবগুলির সময় আদিবাসীরা আলাদা আলাদা পোশাক পরেন। প্রত্যেকটা পোশাকগুলো পরার ধরনও আলাদা। তাই সেই আলাদা ধরনের পোশাক ও তা পরার ধরনকেই তুলে ধরা হয়েছে এই ফ্যাশন শোতে।

রাজ্যের প্রথম আদিবাসী ফ্যাশন শো নিয়ে পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখবার মতো। খাতড়া আদিবাসী কলেজে পাঠরত এগারো জোড়া জুটি বাছাই করা হয়। এরপর তাদের গত ৭ দিন ধরে চলে প্রশিক্ষণ।