শীতের বিদায় বেলা, তাপমাত্রা পৌঁছল ৩০ ডিগ্রির ঘরে

কলকাতা: শীতের যাওয়ার টিকিট প্রায় কনফার্মের দিকে৷ এরই মধ্যে বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা৷ চলা শুরু হয়ে গিয়েছে ফ্যানও৷ বসন্ত মানেই হালকা শীতের আমেজ৷ কিন্তু এবছর…

কলকাতা: শীতের যাওয়ার টিকিট প্রায় কনফার্মের দিকে৷ এরই মধ্যে বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা৷ চলা শুরু হয়ে গিয়েছে ফ্যানও৷ বসন্ত মানেই হালকা শীতের আমেজ৷ কিন্তু এবছর নেই কোনো শীতের আমেজ৷ শীতের পর এই প্রথম ৩০ ডিগ্রির ঘরে গেল তাপমাত্রা৷ মেদিনীপুরের তাপমাত্রা তো আরও এক ধাপ এগিয়ে৷

হাওয়া অফিস সূত্রে খবর, পারদ চড়ার দৌড়ে কলকাতা আর দমদম যেন একে অপরকে টেক্কা দিয়েছে৷ কলকাতার পাশাপাশি দমদমেও ৩০ ডিগ্রির চৌকাঠ পার পারদের৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে পৌঁছবে৷ আরও এগিয়ে মেদিনীপুর৷ তাপমাত্রা ছুঁল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে৷ সেই সঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস৷ ২১ ফেব্রুয়ারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

রবিবার কলকাতার সর্বনিম্ন ছিল ১৮ ডিগ্রি৷ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি৷ তবে ফের সোম-মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা৷ বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সহ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷