মন্ত্রিসভায় মদন মিত্রের নাম নেই কেন, মমতাকেই বার্তা TMC সাংসদের

বারবার দলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে জল্পনা বাড়িয়েছেন হাওড়ার সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। এবার কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) প্রশংসা করতে…

বারবার দলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে জল্পনা বাড়িয়েছেন হাওড়ার সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। এবার কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) প্রশংসা করতে গিয়ে অস্বস্তিতে ফেলেছেন খোদ দলীয় নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতাকে। সাংসদের প্রশ্ন, কেন মন্ত্রিসভায় মদন মিত্রের নাম নেই?

প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, মদন ছাড়া কাউকে ক্রিড়ামন্ত্রী হিসাবে মানি না। তিনি বলেন, তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। উনি একজন শিক্ষিত মানুষ। কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না। আমি অবাক হয়ে যাচ্ছি মন্ত্রিসভায় মদন মিত্রের নাম নেই।

   

নতুন মন্ত্রীসভাতেও মদন মিত্রের ঠাঁই হয়নি। যদিও এবিষয়ে বিশেষ আক্ষেপ করেননি মদন। তবে সম্প্রতি বরাহনগরের বিধায়ক তাপস রায়ের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে মদন মিত্র বলেন, রাজনীতি থেকে অবসর নেবেন। মনে করা হচ্ছে, এ এক ধরনের চাপ।

এবার মদন মিত্রের সক্রিয় ভূমিকা নিয়ে প্রসুন বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ফুটবল অ্যাকাডেমি তৈরি করেছিলাম। বিখ্যাত ফুটবল অ্যাকাডেমি, যেখানে গৌতম সরকার ডিরেক্টর ছিলেন। একরাতের মধ্যে সেটা করা হয়েছিল। তা আমি আর খুঁজে পাচ্ছি না। মদন মিত্র যা যা করেছিলেন ক্রীড়ার জন্য, তা অনবদ্য। পরিবহণ নিয়েও কাজ করেছেন।

উল্লেখ্য, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার সরকার গঠনের সময় মন্ত্রী ছিলেন মদন। এরপর ২০১৪ সালে তাঁর নাম সারদা মামলায় জড়াতেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ২০১৬ সালে কামারহাটি থেকে পরাজিত হয়েছিলেন মদন মিত্র। ২০২১ সালে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের পরেও জেল ঘুরে আসা মদন মিত্রকে মন্ত্রী করা হয়নি।