Abhishek Banerjee: ভোট দিনে কং-বিজেপির সৌজন্য বিনিময়ে গোপন আঁতাত দেখলেন অভিষেক

বিস্তর অভিযোগের মাঝেই সৌজন্য বিনিময় করতে দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ সাহা এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে। যা দেখে কটাক্ষ করতে পিছপা হলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Congress-BJP on polling day

সোমবার সকাল থেকে শুরু হয়েছে সাগরদিঘিতে উপনির্বাচন। সকাল ৭ টা থেকে চলছে নির্বাচনী প্রক্রিয়া। এরই মধ্যে একাধিক জায়গা থেকে অভিযোগ উঠে আসতে শুরু করেছে। বিস্তর অভিযোগের মাঝেই সৌজন্য বিনিময় করতে দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ সাহা এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে। যা দেখে কটাক্ষ করতে পিছপা হলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

কিছুদিন আগেই সাগরদিঘিতে প্রচারে গিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সঙ্গে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে কটাক্ষ করেছিলেন। এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদীঘি জনসভায় বিজেপি-কংগ্রেসের গোপন আঁতাত প্রকাশ্যে আনার কয়েকদিন পরেই সোমবার এই দুই দল তাদের জোটের বিষয়টি নিশ্চিত করেছে। সাগরদীঘির মানুষ তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব দেবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সকাল থেকেই একাধিক জায়গায় অভিযোগ উঠেছে বিস্তর। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বুথ পরিদর্শনে বাধা দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ২১০ নম্বর বুথে পরিদর্শনে গেলে তাঁকে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দেবাশিস।

সাগরদিঘির কাবিলপুরে ১৬৩ নম্বর বুথে বাবার বিরুদ্ধে ছেলের ভোট দেওয়ার অভিযোগে ঘিরে চরম উত্তেজনা। আবার, হোসেনপুরে ২১০ নম্বর বুথে মায়ের বিরুদ্ধে মেয়ের ভোট দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা। পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছেন তিনি।

কংগ্রেস প্রার্থীকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। অভিযোগ তুলেছে তৃণমূল। সাগরদিঘির বোখারা-১ অঞ্চলের ৪৭, ৪৮, ৫৪ ও ৫৫ নম্বর বুথে রাজ্য পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। তাঁদের অভিযোগ, কংগ্রেস প্রার্থীকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের ৭১ ও ৭৫ নম্বর বুথে বহিরাগত প্রবেশের অভিযোগ। যা নিয়ে সকাল সকাল এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বহিরাগত প্রবেশের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।