Birbhum Meeting: ‘বীর’-হীন ভূমিতে দল সামলাতে মমতার বৈঠকে

চলতি মাসেই দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্থির করেছেন আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা ভিত্তিক বৈঠকে বসবেন তিনি। সেরকমই শুক্রবার বীরভূম জেলা নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

A photograph of Mamata Banerjee, Chief Minister of West Bengal, India

চলতি মাসেই দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্থির করেছেন আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা ভিত্তিক বৈঠকে বসবেন তিনি। সেরকমই শুক্রবার বীরভূম জেলা নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি পিছিয়ে যাওয়ার পর এবার বীরভূম (Birbhum meeting) নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলে থাকার কারণে বীরভূমের সংগঠন নিয়ে বাড়তি সতর্ক রাজ্য নেতৃত্ব। বীরভূমের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত অনুপস্থিতিতে দলের সংগঠনে যেমন প্রভাব পড়ছে, তেমনই দলের ভাবমূর্তির কথাও মাথায় রাখা হচ্ছে। এমত অবস্থায় কালীঘাটে নেতাদের সঙ্গে বৈঠক করে বড় সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল৷ এমনটাই খবর সূত্রে।

   

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন শুরু হতে আর মাস দুয়েক বাকি নেই। এমত অবস্থায় দলের কর্মসূচি কী হবে? তা ঠিক করতেই বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক ভিত্তিক সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করে কোথায় কী দরকার? কখন কোথায় বৈঠক ডাকা হবে? সবটা ঠিক করে দেবেন তিনি। ইতিমধ্যেই নীচুতলা থেকে রিপোর্ট গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, প্রশ্ন হল, অনুব্রত মণ্ডলকে সরিয়ে অন্য কাউকে জেলার দায়িত্বে আনা হবে? দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছেন বীরভূম জেলা তিনিই দেখবেন৷ তাই পঞ্চায়েত নির্বাচনের আগে একেবারে নীচুতলার কর্মীদের সঙ্গে কথা বলে আগামী দিনে প্রার্থী নির্বাচন ও দলীয় সিদ্ধান্ত তিনিই গ্রহণ করবেন৷