Birbhum: ফের বিপুল বোমা উদ্ধার বীরভূমে

তিন সপ্তাহ কেটে গেছে পঞ্চায়েত ভোট। অশান্তি থামেনি এখনও। বীরভূমে (Birbhum) সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামে ফের উদ্ধার বোমা ভর্তি ড্রাম।

তিন সপ্তাহ কেটে গেছে পঞ্চায়েত ভোট। অশান্তি থামেনি এখনও। বীরভূমে (Birbhum) সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামে ফের উদ্ধার বোমা ভর্তি ড্রাম।

তিন সপ্তাহ কেটে গেছে পঞ্চায়েত ভোট। অশান্তি থামেনি এখনও। বীরভূমে (Birbhum) সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামে ফের উদ্ধার বোমা ভর্তি ড্রাম। রাস্তার পাশে জঙ্গলে তিনটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তিনটি ড্রামে ২০-২৫ টি করে বোমা মজুত করা ছিল।

সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে। মনে করা হচ্ছে দুষ্কৃতিমূলক কাজের জন্যই বোমাগুলি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল। আতঙ্কিত গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানাচ্ছেন এর আগে এলাকা থেকে বোমা উদ্ধার হয়নি।

আরও পড়ুন: Paschim Medinipur: চন্দ্রকোনা সংঘর্ষের একদিনের মাথায় উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম

অন্যদিকে ভাঙড়ে সংঘর্ষ চলাকালীন গুলি চালানোর অভিযোগে আটক আইএসএফ কর্মী। পুলিশ লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে আটক করা হয় ওহিদুল ইসলামকে। দত্তপুকুরে আইএসএফ নেতা বিশ্বজিৎ ঘোষের বাড়ি থেকে আটক করা হয় তাকে।

আরও পড়ুন: South 24 Pargana: বাসন্তীতে বোমা বিস্ফোরণে মৃত্যু, ক্যানিংয়ে উদ্ধার বোমা

পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষে তার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে‌। তাকে খুঁজছিল পুলিশ। গতকাল রাতে যৌথ প্রচেষ্টায় তাকে আটক করা হয়। জানা গেছে তিনি আইএসএফ নেতা বিশ্বজিৎ ঘোষের বাড়িতে আত্মগোপন করে ছিলেন‌। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ।পঞ্চায়েত ভোট শেষ হলেও হিংসার রেশ অব্যাহত জেলায় জেলায়। আতঙ্কিত স্থানীয়রা।