Transfer Window: ভারতের ক্লাবে ব্রাজিলের চ্যাম্পিয়ন দলের ফরোয়ার্ড!

Transfer Window: সমর্থকদের মনে কিছুটা আশা সঞ্চার করতে পারে কেরালা ব্লাস্টার্স। শোনা গিয়েছিল একাধিক বিভাগের জন্য বিদেশি ফুটবলারের সন্ধানে রয়েছে ক্লাব। সম্প্রতি ভেসে উঠেছে এক ফুটবলারের নাম।

Thiago Galhardo Nascimento Rocha

Transfer Window: সমর্থকদের মনে কিছুটা আশা সঞ্চার করতে পারে কেরালা ব্লাস্টার্স। শোনা গিয়েছিল একাধিক বিভাগের জন্য বিদেশি ফুটবলারের সন্ধানে রয়েছে ক্লাব। সম্প্রতি ভেসে উঠেছে এক ফুটবলারের নাম।

একজন বিদেশি স্ট্রাইকার বা ফরোয়ার্ডকে দলে নিতে পারে কেরালা ব্লাস্টার্স। ফুটবল মহলে ঘোরাফেরা করছে এক অভিজ্ঞ ব্রাজিলিয়ান ফুটবলারের নাম। তিনি Thiago Galhardo Nascimento Rocha। আন্তর্জাতিক ফুটবল মহলে Thiago Galhardo নামেই তিনি বেশি পরিচিত। সম্প্রতি গুঞ্জন, আসন্ন মরসুমের জন্য ব্রাজিলের এই ফরোয়ার্ডকে দলে নেওয়ায় ব্যাপারে চেষ্টা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স।

   

আরও পড়ুন: Transfer Window: কেরালার ক্লাবে সোনার বুট জয়ী ফুটবলার

তবে তিনি যে ইন্ডিয়ান সুপার লীগের এই ক্লাবের হয়েই মাঠে নামবেন সেটা এখনই হলফ করে বলা যাচ্ছে না। কথাবার্তা যে অনেক দূর এগিয়েছে এমনটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। বরং বলা ভালো এই ফুটবলারের প্রতি কেরালা ব্লাস্টার্স আগ্রহ দেখিয়েছে বলে ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান।

আরও পড়ুন: Transfer Window: I League-এর ক্লাবে ‘রাইসিং স্টার’

থিয়াগোর বয়স শুনে কেরালা ব্লাস্টার্স ক্লাবের সমর্থকদের কেউ কেউ ভ্রূ কুঞ্চিত করেছেন। কারণ তার বয়স এখন ৩৪ বছর। তবে বয়স যে সংখ্যা মাত্র সেটা ভারতীয় লীগে আগেই প্রমাণিত হয়েছে। আর এই ব্রাজিলিয়ান তিরিশের কোঠায় খেলেছেন ব্রাজিলের চ্যাম্পিয়ন দলের হয়ে। আঞ্চলিক Campeonato Cearense লীগ জিতেছেন Fortaleza ক্লাবের হয়ে।