
পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তুপে বাংলা। জেলায় জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তী এবং ক্যানিং প্রবল উত্তপ্ত। বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ক্যানিংয়ে বোমা উদ্ধার হয়েছে।
বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে একজনের বলেই জানা গেছে। গুরুতর জখম আরও দু জন। বাসন্তীর থানা এলাকার ভারতীর মোড়ে মণিরুল খাঁর বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা।
ক্যানিং থানার গোলাবাড়ি বাজার এলাকা থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। শুক্রবার রাতে এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি এবং শনিবার সকালেই উদ্ধার করা হয়েছে বোমা। এমনটাই স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠিবাজিতে বোমাবাজি ও গুলি চলে। সকালেউদ্ধার করা হয় তাজা বোমা। পুলিশ এসে বোমা উদ্ধার করেছে। ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।