Bankura: বাঁকুড়ার জঙ্গলে দাপাচ্ছে দাঁতাল হাতির দল

বাঁকুড়ার জঙ্গলে খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আসা ৬৯টি হাতির একটি দল। এতে ঘুম উড়েছে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের। লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব রুখতে…

বাঁকুড়ার জঙ্গলে খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আসা ৬৯টি হাতির একটি দল। এতে ঘুম উড়েছে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের। লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব রুখতে জঙ্গলে পৌঁছানো হচ্ছে ট্রাক ভর্তি কুমড়ো, আলু, কলা গাছ। হাতির ভয়ে আতঙ্কে জেলার কৃষকরা। ৬৯ টি হাতির মধ্যে বড়জোরা রেঞ্জ এলাকায় ৬৭ টি হাতিকে ‘এলিফ্যান্ট প্রুফ ট্রেঞ্চ ও ইলেক্ট্রনিক ফেন্সিংয়ের মাধ্যমে ২৪ ঘণ্টাই নজরদারিতে রাখা হচ্ছে।

হাতির দলকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে বনদফতরও। মধ্য সার্কেলের মুখ্য বনপাল জানিয়েছেন নির্দিষ্ট এলাকায় প্রতিদিন কুইন্টার কুইন্টার খাবার রাখা হচ্ছে হাতির জন্য। সাধারণ মানুষদের হাতির কাছে না জাওয়ার অনুরোধ করেছেন তিনি।

বাঁকুড়ার ডিভিশন্যাল ফরেস্ট অফিসার জানান, “হাতি বাইরে চলে গেলে অনেকটা ক্ষতি করতে পারে। মানুষের আর চাষের ক্ষতি হতে পারে। সেই জন্য হাতিটাকে আমরা জঙ্গলের ভিতর একটি জায়গাতে কেন্দ্র করে রেখেছি। প্রত্যেক দিন আমরা মনিটরিং করছি। হুলা পার্টি নিয়ে স্থানীইয় পরিবেশরক্ষা কমিটি এবং স্টাফ সবাইকে নিয়েই ওখানে ২৪x৭ হিসাবে আমরা ডিউটি করছি। এই মুহূর্তে কোন অসুবিধা নেই। আপনারা জানেন ওই এলাকায় খাবার জন্য আসে হাতি। তাই আমরা বাইরে থেকে কুমড়ো, কলা গাছ, কাঁঠাল গাছের পাতা , হাতিরা যেরম খাবার পছন্দ করে সেটা আমরা দিচ্ছি। আমরা সুরক্ষা ভালোভাবেই দিচ্ছি।“