Sukanta Majumder: নিশীথের ওপর হামলার ঘটনায় তৃণমূলকে চ্যালেঞ্জ সুকান্তর

রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ এবার সেই ঘটনায় তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

Sukanta Mazumder, BJP President of West Bengal

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়ির ওপর হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। কোচবিহারের বিজেপি সাংসদের ওপর হামলার ঘটনায় কড়া বিবৃতি দেওয়া হয়েছে রাজভবনের তরফে। রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ এবার সেই ঘটনায় তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

তিনি বলেন, মঙ্গলবার দিনভর দিনহাটার রাস্তায় রাস্তায় ঘুরব, দেখি তৃণমূলের কত দুষ্কৃতী আছে। সোমবার রাতেই দিনিহাটার উদ্দেশ্যে রওনা দেবেন৷ মন্ত্রী নিশীথ প্রামাণিককে নিয়ে দিনহাটায় ঘুরবেন তিনি। যারা আহত হয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করবেন৷

প্রসঙ্গত, শনিবার দিনহাটায় বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুলি ও পাথর ছোঁড়ার অভিযোগ তুলেছে তৃণমূল৷ সেই ঘটনায় দুই পক্ষের হাতাহাতিতে একাধিকজন আহত হয়েছেন বলে জানা গেছে৷ এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়৷ যদিও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলেই অভিযোগ তুলেছে বিজেপি। গোটা ঘটনায় রাজ্যের কাছে বিবৃতি তলব করেছে রাজ্যপাল।

রাজভবনের তরফে যে কড়া বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। পুলিশ ও প্রশাসনকে ভয়মুক্ত ভাবে কাজ করতে হবে। সভ্যতা-সংস্কৃতির পীঠস্থানে এই ঘটনা বিস্ময়কর। প্রতিবাদ গণতন্ত্রের অংশ। কিন্তু সভ্য সমাজে হিংসার স্থান নেই। নির্মম ভাবে হিংসাকে উপড়ে ফেলতে হবে। সমাজবিরোধী আইন হাতে নেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় শিথিলতা বরদাস্ত নয়। বজ্রমুষ্ঠিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।

রাজ্যপালের এই বিবৃতির কড়া সমালোচনা করেছে তৃণমূল। তৃণমূল মুখপত্র জাগো বাংলায় বলা হয়েছে, জগদীপ ধনকড়ের পথ দ্রুত অনুসরণের পথে নেমে পড়েছেন বর্তমান রাজ্যপাল, রাজ্যপাল একতরফা বিজেপির কথা শুনে বিবৃতি দিচ্ছেন, মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন।