Purulia: আস্থা ভোটের আগেই ঝালদা জুড়ে প্রশ্ন মমতার ছবি সরবে?

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Tapan Kandu Murder) পর একের পর এক ঘটনায় পুরুলিয়ার (Puruia) ঝালদা পুরসভা (Jhalda Municipality) আলোচিত। এবার আস্থাভোট বিতর্কের আগে ঝালদা…

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Tapan Kandu Murder) পর একের পর এক ঘটনায় পুরুলিয়ার (Puruia) ঝালদা পুরসভা (Jhalda Municipality) আলোচিত। এবার আস্থাভোট বিতর্কের আগে ঝালদা জুড়ে প্রশ্ন, পুরসভা থেকে সরবে মমতার ছবি। হাই কোর্টের নির্দেশে ২১ নভেম্বর হতে চলেছে এই পুরসভার আস্থা ভোট।

  • পুর নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য
  • বিরোধী দল বিজেপির প্রাপ্তি শূন্য
  • সিপিআইএম দখলে নদীয়ার তাহেরপুর পুরসভা
  • বহরমপুর পুরসভায় কংগ্রেস আধিপত্য শেষ হয়েছে

কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত মুর্শিদাবাদের বহরমপুর পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে। সেখানে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এবার পুরুলিয়ার ঝালদা পুরসভা কার দখলে যাবে এই প্রশ্ন এখন সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে।

   

গত মাসে ঝালদার তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন ৭ জন কাউন্সিলর। উপ পুরপ্রধান তাঁর সময়সীমার শেষের দিকে অর্থাৎ ২১ নভেম্বর সভা ডেকেছিলেন। সেই সভার বিপক্ষে যান অনাস্থা প্রস্তাব আনা কাউন্সিলররা। এই বিবাদ গড়ায় কলকাতা হাই কোর্টে।

পুর নির্বাচনে ঝালদা পুরসভায় ৫ টি করে আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস। ২ জন নির্দল কাউন্সিলের সমর্থনে পুরবোর্ড গঠন করেছে তৃণমূল শিবির। তবে নির্মল কাউন্সিলর সোমনাথ কর্মকার কংগ্রেসের বাকি ৫ জনের সঙ্গে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার চিঠি দেন। আরও এক তৃণমূল ঘনিষ্ঠ নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় কংগ্রেস পক্ষে চলে যান। সংখ্যার বিচারে কংগ্রেস এগিয়ে।

এই পুরসভা হাতছাড়া হওয়া সময়ের অপেক্ষা বলেই ধরে নিচ্ছে পুরুলিয়া জেলা তৃ়নমূল কংগ্রেস। আর কংগ্রেস বোর্ড গঠনে মরিয়া। তপন কান্দু খুনের পর থেকে এলাকায় ফের কংগ্রেস রাজ তৈরি করতে প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত আদা জল খেয়ে পড়ে আছেন।