Purulia: সিবিআই তদন্তের আগেই কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীর মৃত্যু

পুরুলিয়ার (Purulia) ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে নিজের ঘর থেকে শেফাল বৈষ্ণব ওরফে নিরঞ্জন নামে এই প্রত্যক্ষদর্শীর…

পুরুলিয়ার (Purulia) ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে নিজের ঘর থেকে শেফাল বৈষ্ণব ওরফে নিরঞ্জন নামে এই প্রত্যক্ষদর্শীর মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার হয়েছে সুইসাইড নোটও।

তপন কান্দু খুনের মামলায় সিবিআই তদন্ত শুরু করছে। তদন্তকারীরা ঝালদায় যাওয়ার আগেই এমন রহস্যমৃত্যুতে মামলা আরও জটিল হলো।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এদিকে ঝালদা পুরবোর্ড গঠন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার টিএমসি বোর্ড গঠন করে। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমাকে পুলিশ হেনস্তা করে বলেও অভিযোগ। তার প্রতিবাদে বুধবার ঝালদায় ১২ ঘণ্টা বনধ করছে কংগ্রেস।

গত ১৩ মার্চ বিকেলে ঝালদা-বাঘমুন্ডি সড়কপথে গোকুলনগর গ্রামের কাছে হাঁটতে বেরিয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। আততায়ীদের গুলিতে খুন হন তিনি। কাউন্সিলরের সঙ্গে ছিলেন যাদব রজক, শেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণব, সুভাষ কর্মকার, প্রদীপ চৌরাশিয়া ও সুভাষ নামে পাঁচ সঙ্গী। তাঁরা খুনের প্রত্যক্ষদর্শী। বুধবার সকালে শেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণবের দেহ উদ্ধারে রাজনৈতিক মোড়  নিল এই মামলা।