জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মিঠুন কান্দু

ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আগামীকাল তপন কান্দুর ওয়ার্ড, পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী লড়াই৷ শুধুমাত্র পুরুলিয়ায় নয়,…

Congress candidate Mithun Kandu

ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আগামীকাল তপন কান্দুর ওয়ার্ড, পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী লড়াই৷ শুধুমাত্র পুরুলিয়ায় নয়, ঝালদার নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি চরমে। এবার নির্বাচনের কংগ্রেসের বাজি তপন কান্দু ভাইপো মিঠুন কান্দু (Mithun Kandu)।

এর আগে নির্বাচনের এই ওয়ার্ডে ফরোয়ার্ড ব্লক অথবা কংগ্রেস জয়লাভ করেছে। কিন্তু তৃণমূলের কাছে এবারের নির্বাচন বড় চ্যালেঞ্জ৷ কারণ, তৃণমূলের ধারণা একবার মিঠুন কান্দুকে পরাজিত করতে পারলেই এলাকায় নিজেদের জনমত ফিরিয়ে আনতে পারবে তাঁরা৷ সেইসঙ্গে রাজ্যজুড়ে এর একটা প্রভাব ফেলতেই জগন্নাথ রজকে প্রার্থী করা হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কিন্তু প্রার্থী মিঠুনের বক্তব্য, এই ওয়ার্ডের মানুষ তাঁকে চেয়েছে৷ তাই জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এমনকি তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, এই ওয়ার্ডের মানুষ মিঠুনকে প্রার্থী করেছে৷ আশা করি মিঠুন জয়লাভ করবে৷

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে তপন কান্দুর খুনের তদন্তি করছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ভোটে কে জিতবে তা নিয়ে তপন কান্দু এবং নরেন কান্দুর মধ্যে বাজি হয়েছিল। বাজিতে পুরষ্কার হিসেবে ৪ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। কংগ্রেস কাউন্সিলরকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছিল। সুপারির অঙ্কের পরিমাণ ছিল ৬০ লক্ষ টাকা। আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই খুন।

তবে তপন কান্দুর খুনের মামলায় শাসক দলের যেভাবে নাম জড়িয়েছে, তাতে এই নির্বাচন শাসক দলের কাছে চ্যালেঞ্জের বলে মনে করছে রাজনৈতিক মহল। দলের একাধিক প্রকল্প নিয়েই প্রচারে নেমেছেন শাসক দলের প্রার্থী৷ প্রচারে ফাঁক রাখছে না বিজেপিও৷ আগামীকালের নির্বাচনে কার জয় হয়? সেটা এখন সময়ের অপেক্ষা৷